AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IndusInd Bank Share: বিশ্বাস করে ৪ কোটির বেশি মানুষ টাকা রেখেছিলেন এই ব্যাঙ্কে, মার যাবে না তো?

Share Price Drop: ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ৪ কোটি ২০ লক্ষ গ্রাহক রয়েছে। আর গ্রাহকদের প্রায় ৪ লক্ষ কোটি টাকার বেশি জমা রয়েছে এই ব্যাঙ্কে। যদি ব্যাঙ্কের কিছু হয় তবে কী হবে গ্রাহকদের জমা করা অর্থের?

IndusInd Bank Share: বিশ্বাস করে ৪ কোটির বেশি মানুষ টাকা রেখেছিলেন এই ব্যাঙ্কে, মার যাবে না তো?
Image Credit: krisanapong detraphiphat/Moment/Getty Images
| Updated on: Mar 11, 2025 | 7:47 PM
Share

গত দু’দিন ধরে ধরেই কিছু টালমাটাল চলছিল ইন্ডাসইন্ড ব্যাঙ্কে। প্রথমত, তাদের সিইওর কার্যকালের মেয়াদ ৩ বছর থেকে কমিয়ে ১ বছর করে দেয় আরবিআই। আর তারপর সামনে আসে সংস্থার ডেরিভেটিভ নিয়ে বেশ কিছু অনিয়ম। যার কারণে সংস্থার কর পরবর্তী মোট সম্পদের পরিমাণ কমে যায় ২.৩৫ শতাংশ। মার্চের ১০ তারিখ এই সবের কারণেই সংস্থার শেয়ারের দাম পড়তে থাকে হুড়মুড়িয়ে। ছুঁয়ে ফেলে রেকর্ড লো।

ইন্ডাসইন্ড ব্যাঙ্কের এই টালমাটাল অবস্থার মধ্যেই ১১ মার্চ স্টকটি লোয়ার সার্কিট হিট করে। এতেই শেষ নয়, এর পর বারবার লোয়ার সার্কিট নামানো হয় ও আরও পড়তে পড়তে একাধিক বার লোয়ার সার্কিট হিট করে ফেলে সংস্থাটি। এরপর একাধিক ব্রোকারেজ ফার্ম ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন। অনেকেই তাদের টার্গেট প্রাইস হুড়মুড়িয়ে কমিয়ে দেয়।

ইন্ডাসইন্ড ব্যাঙ্কের ৪ কোটি ২০ লক্ষ গ্রাহক রয়েছে। আর গ্রাহকদের প্রায় ৪ লক্ষ কোটি টাকার বেশি জমা রয়েছে এই ব্যাঙ্কে। যদি ব্যাঙ্কের কিছু হয় তবে কী হবে গ্রাহকদের জমা করা অর্থের? কী বলছেন বিশেষজ্ঞরা? এখনও পর্যন্ত আরবিআই এই ব্যাঙ্কের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করেনি বা ইন্ডাসইন্ড ব্যাঙ্কে টাকা তোলা বা জমা করার উপরও কোনও অ্যাকশনও নেয়নি দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ফলে এখনও ইন্ডাসইন্ড ব্যাঙ্ক নিয়ে সাধারণ মানুষের চিন্তার কোনও কারণ নেই। তবে, কোনও অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সাধারণত, বেনিয়ম অনেকটা বেড়ে গেলে আরবিআই ব্যাঙ্ক থেকে টাকা তোলার উপর ৬ মাসের নিষেধাজ্ঞা জারি করে। তারপর আরবিআই একটি কমিটি তৈরি করে, যারা সেই ব্যাঙ্কের অবস্থার উন্নতিকল্পে কাজ করে। এর আগে এমন ঘটনা ঘটেছে ইয়েস ব্যাঙ্ক ও নিউ ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্কের সঙ্গে।

তবে ব্যাঙ্ক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কী হবে? কোনও ব্যাঙ্ক দেউলিয়া হয়ে গেলে আরবিআইয়ের নিয়ম অনুযায়ী সেই ব্যাঙ্কের গ্রাহকরা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। আর এই কারণেই বিশেষজ্ঞরা অনেক সময় বলেন কোনও ব্যাঙ্কে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার বেশি রাখা ঠিক নয়।

কোনও রকম বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।