Inflation in India: মূল্যবৃদ্ধি নিয়ে আর চিন্তা নেই, ভোটের আগেই সুখবর

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 12, 2024 | 7:55 PM

Inflation in India: ফেব্রুয়ারিতে ভারতের শিল্প উৎপাদন চার মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে, ৫.৭ শতাংশে পৌঁছেছে। গত মাসে এটি ছিল ৪.২ শতাংশ। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার মার্চ মাসে বেড়েছে ৮.৫২ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৮.৬৬ শতাংশ।

Inflation in India: মূল্যবৃদ্ধি নিয়ে আর চিন্তা নেই, ভোটের আগেই সুখবর
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি। মূল্যবৃদ্ধি ১০ মাসের মধ্যে হল সর্বনিম্ন। সরকারি তথ্য অনুযায়ী, রিটেল ইনফ্লেশন ২০২৪ সালের মার্চ মাসে ৪.৮৫ শতাংশে নেমে এসেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মূল্যবৃদ্ধির হার ছিল ৫.০৯ শতাংশ। মার্চ মাসে খাদ্যদ্রব্যের দাম কমেছে। মূল্যবৃদ্ধি সংক্রান্ত রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার পরিসর হল ২ থেকে ৬ শতাংশ। অর্থাৎ ৪ শতাংশ হল আদর্শ। সেই হার এখনও RBI-এর ৪ শতাংশের চেয়ে বেশি আছে।

ফেব্রুয়ারিতে ভারতের শিল্প উৎপাদন চার মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে, ৫.৭ শতাংশে পৌঁছেছে। গত মাসে এটি ছিল ৪.২ শতাংশ। খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির হার মার্চ মাসে বেড়েছে ৮.৫২ শতাংশ, যা ফেব্রুয়ারিতে ছিল ৮.৬৬ শতাংশ। মার্চ মাসে জ্বালানির দাম বার্ষিক ভিত্তিতে ৩.২ শতাংশ কমেছে, ফেব্রুয়ারিতে কমেছিল ০.৭৭ শতাংশ। গ্রামীণ মুদ্রাস্ফীতির হার ৫.৩৪ শতাংশ থেকে বেড়ে ৫.৪৫ শতাংশ হয়েছে, আর শহুরে মুদ্রাস্ফীতির হার ৪.৭৮ শতাংশ থেকে কমে ৪.১৪ শতাংশ হয়েছে।

গত মাসেও মূল্যবৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ চোখে পড়েছে। এনএসও-র দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি কিছুটা বেড়েছে। ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যবৃদ্ধির পরিসংখ্যান ছিল ৮.৬৬ শতাংশ, যা আগের মাসের ৮.৩ শতাংশের চেয়ে সামান্য বেশি।

Next Article