নয়া দিল্লি: ফের বিতর্কের কেন্দ্রে বিশিষ্ট শিল্পপতি, ইনফোসিস প্রতিষ্ঠাতা (Infosys founder) এনআর নারায়ণ মূর্তি। এবার শ্রমিকদের কাজের শিফট নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়লেন তিনি। ইনফোসিস-কর্তার (Narayana Murthy) মতে, পরিকাঠামোগত প্রকল্পের ক্ষেত্রে ৩টি শিফটে কর্মীদের কাজ করানো উচিত।
আগামী ৫-১০ বছরের মধ্যে বেঙ্গালুরুর উন্নয়নের ক্ষেত্রে কী কী করণীয়, সে বিষয়ে আলোচনা প্রসঙ্গেই ৩ শিফটে কাজ করানোর প্রস্তাব দেন ইনফোসিস প্রতিষ্ঠাতা। তিনি বলেন, “বেঙ্গালুরুকে ইলেকট্রনিক্স সিটি মেট্রো হিসাবে কাজ সম্পূর্ণ করা এবং অন্যান্য এলাকায় এটা বিস্তৃত করাই লক্ষ্য।” এপ্রসঙ্গে পরিকাঠামো শিল্পগুলির কাছে নারায়ণ মূর্তির আবেদন, “শ্রমিকদের সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি শিফটে কাজ করা উচিত নয়। আমি বিদেশে থাকার সময় মধ্যরাতে ফিরে আসতাম। তখনও দেখেছি যে, শ্রমিকেরা কাজ করছে।”
তিনটি শিফটে কাজ করা প্রসঙ্গে চিনের উদাহরণ টেনে আনেন নারায়ণ মূর্তি। তিনি বলেন, “উচ্চাকাঙ্খী দেশগুলির বাসিন্দারা প্রায়শই দুটি কাজের শিফটে কাজ করে। আমরা যদি অন্য দেশের থেকে আরও ভাল অগ্রগতি চাই, তাহলে কেন তিনটি শিফটে কাজ করার কথা বলছি না?” ভারত যদি এই পদ্ধতি গ্রহণ করে তাহলে চিনের অর্থনৈতিক বৃদ্ধির হারকেও ছাড়িয়ে যেতে পারে এবং এর জন্য দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি বলেও জানান তিনি।
তিনটি শিফটে কাজ করার বিষয়ে ইনফোসিস-কর্তার বক্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা নিয়ে নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি। নেটিজেনদের অনেকে কমেন্টে লিখেছেন, “৩ শিফটে কাজ হলে অন্য দেশের মতো তিনগুণ বেতন দিতে হবে।” আবার অনেকে লিখেছেন, “এদেশের বেতন কাঠামো অনুযায়ী এই ধরনের মন্তব্যের কোনও মানে হয় না।” এই ধরনের মন্তব্য করা থেকেও ইনফোসিস-কর্তাকে বিরত থাকতে বলেছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, গত মাসেই কর্মীদের সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার প্রস্তাব দিয়েছিলেন নারায়ণ মূর্তি। বিশ্বের উন্নত দেশগুলির সঙ্গে ভারত উৎপাদনশীলতায় অনেক পিছিয়ে রয়েছে বলে দেশের কাজের সংস্কৃতির পরিবর্তনেরও দাবি জানান তিনি।