Mutual Fund: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে আগ্রহী, জেনে নিন এই তথ্যগুলি
Investment:
ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) ক্রমশই কমছে সুদের হার। এমনকী সম্প্রতি ইপিএফেও সুদের হার কমিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই ভবিষ্যতের সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়ছেন। এই অবস্থায় বিকল্প আয়ের সন্ধানে অনেকেই বিকল্প বিনিয়োগের পথ বেছে নিচ্ছেন। কেউ কেউ শেয়ার মার্কেটে বিনিয়োগ করছেন, কেউ আবার মিউচুয়াল ফান্ডের ওপরই আস্থা রাখছেন। শেয়ার মার্কেটে বিনিয়োগের যেহেতু ঝুঁকি রয়েছে, তাই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বিনিয়োগে আগ্রহ বাড়ছে।
গত কয়েক বছরের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও বাড়ছে। কারণ বিনিয়োগকারীরা সেখান থেকে ভাল রিটার্নই পাচ্ছেন। এমনকী বিনিয়োগের ফলে ফান্ড সংস্থাগুলিও ফুলে ফেঁপে উঠেছে। মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধি হারে সুদ মেলে। আপনি যে পরিমাণে টাকা রাখছেন, তার ওপর মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি বেশ কিছু ফি নিয়ে থাকেন। ২০২০ সালের এপ্রিলে ফি-এর পরিমাণ বেঁধে দিয়েছে সেবি। ফান্ড বিশেষে এবং সংস্থা বিশেষে বিনিয়োগের ফিতে তারতম্য থাকে। এইএম কম হলে ফি ও কম হয়। কোনও ব্যক্তি যদি মিউচুয়াল ফান্ডে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন তবে সংস্থা তাদের ফি বাদে বাকি টাকা বাজারে বিনিয়োগ করবে। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে এক্সপেন্স রেশিও জেনে নিন। বিস্তারিত জানতে ভিডিয়ো দেখুন।