Post Office MIS Calculator : মাস গেলে ৫ হাজার টাকা পকেটে, পোস্ট অফিসের এই স্কিমে এককালীন বিনিয়োগেই পয়সা উশুল

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jun 16, 2022 | 9:45 AM

Post Office MIS Calculator : পোস্ট অফিসে MIS স্কিমে বিনিয়োগ করলে মাসিক ৫০০০ টাকা পর্যন্ত পেতে পারেন। তার জন্য বিনিয়োগ করতে হবে ৯ লক্ষ টাকা।

Post Office MIS Calculator : মাস গেলে ৫ হাজার টাকা পকেটে, পোস্ট অফিসের এই স্কিমে এককালীন বিনিয়োগেই পয়সা উশুল
ফাইল ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

উপার্জনের পাশাপাশি অধিকাংশ মানুষই সঞ্চয়ের দিকে নজর দেন। চাকরি বা ব্যবসার শুরুর দিকে অল্প অল্প সঞ্চয়ের দিকে থাকে মনোযোগ। জীবনের শুরুতেই প্রথমভাগে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে ঝুঁকিপূর্ণ বিনিয়োগের দিকে মাথা পাতেন না অনেকেই। সেইসব বিনিয়োগকারীর জন্য নিরাপদ সঞ্চয় ও বিনিয়োগের জায়গা হল পোস্ট অফিসের বিভিন্ন স্কিম। এর মধ্যে অন্যতম আকর্ষণীয় প্রকল্প হল ন্যাশনাল সেভিংস মান্থলি ইনকাম স্কিম (MIS)।

পোস্ট অফিস MIS অ্যাকাউন্ট কী?

পোস্ট অফিসের এই প্রকল্পে টাকা বিনিয়োগ করলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বিনিয়োগকারীরা আয়কর আইনের আওতায় কর ছাড় দাবি করতে পারেন। যেসব বিনিয়োগকারী কোনও সরকারি সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবেন তাঁরা পোস্ট অফিসের এই MIS অ্যাকাউন্ট করতেই পারেন।

৫০ হাজার টাকার বিনিময়ে বার্ষিক ৩,৩০০ টাকা :

এই প্রকল্পের আওতায় পোস্ট অফিস ৬.৬ শতাংশ সুদ দিয়ে থাকে। তার জন্য এককালীন জমা রাখতে হয় ৫০ হাজার টাকা। পোস্ট অফিসের MIS অ্য়াকাউন্টে ৫০ হাজার টাকা বিনিয়োগ করলে ৬.৬ শতাংশ সুদে বার্ষিক ৩,৩০০ টাকা পেতে পারেন। সেক্ষেত্রে মাসিক ২৭৫ করে পাবেন বিনিয়োগকারীরা। মাসিক ২,৪৭৫ টাকা পর্যন্ত পেতে পারেন বিনিয়োগকারীরা। তবে তার জন্য MIS অ্যাকাউন্টে বিনিয়োগ করতে হবে ৪.৫ লক্ষ টাকা। একক অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসিক ২,৮৭৫ টাকার সুদই সর্বোচ্চ সীমা। তবে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে মাসিক ৫০০০ টাকা পর্যন্ত সুদ পাওয়া যেতে পারে।

MIS অ্যাকাউন্টের খোলার নিয়ম :

MIS অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম ১০০০ টাকা লাগবে। পোস্ট অফিসের নির্দেশিকা অনুযায়ী, বিনিয়োগের পরিমাণ ১০০০ এর গুণীতকে হতে হবে। একক অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ ৪.৫ লক্ষ টাকা। যেসব অ্য়াকাউন্টের দু’জন হোল্ডার তাঁদের সর্বোচ্চ বিনিয়োগের সর্বোচ্চ সীমা হল ৯ লক্ষ টাকা।

 

Next Article