Iphone: ভারতে বাড়ছে অ্যাপলের উৎপাদন! তৈরি হচ্ছে কর্ম সংস্থানও?

Nov 29, 2024 | 1:02 PM

Iphone: ২০২৪ অর্থবর্ষে এই সংস্থা ভারতে ১৪ বিলিয়ন ডলারের আইফোন নির্মাণ এবং অ্যাসেম্বল করেছিল। যার মধ্যে ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি করেছিল।

Iphone: ভারতে বাড়ছে অ্যাপলের উৎপাদন! তৈরি হচ্ছে কর্ম সংস্থানও?
Image Credit source: Justin Sullivan

Follow Us

নয়াদিল্লি: হু হু করে ছুটে চলেছে ভারতে ‘অ্যাপেল’-এর রথের চাকা। ২০২৫ অর্থবর্ষে প্রথম সাত মাসেই ১০ বিলিয়ন ডলারের আইফোন উৎপাদন করেছে সংস্থা। যার মধ্যে ৭ বিলিয়ন ডলারের আইফোন কেবল রপ্তানিই হয়েছে। আর এই ব্যপক উৎপাদনের পিছনে রয়েছে সরকারের প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্প বলেই জানিয়েছে কেন্দ্র।

২০২৪ অর্থবর্ষে এই সংস্থা ভারতে ১৪ বিলিয়ন ডলারের আইফোন নির্মাণ এবং অ্যাসেম্বল করেছিল। যার মধ্যে ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন রপ্তানি করেছিল।

নিজের এক্স মাধ্যমে ভারতের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এটি স্মার্টফোন পিএলআই স্কিমের জন্য আরেকটি মাইলফলক।

এই খবরটিও পড়ুন

তিনি লেখেন, “অ্যাপল ১০ বিলিয়ন ডলার মূল্যের আইফোন উৎপাদন করেছে এবং ৭ বিলিয়ন ডলারের আইফোন রপ্তানি করেছে। ৭ মাসে ভারত থেকে মোট স্মার্টফোন রপ্তানি হয়েছে ১০.৬ বিলিয়ন ডলারের বেশি।”

অশ্বিনী বৈষ্ণব জানান, অ্যাপল গত চার বছরে ১,৭৫,০০০ নতুন চাকরি তৈরি করেছে যার মধ্যে ৭২ শতাংশের বেশি মহিলা।

ক্যালিফোর্নিয়া ভিত্তিক এই টেক সংস্থা ২০২৫ অর্থবর্ষের প্রথম সাত মাসে ভারত থেকে ৬০হাজার কোটি টাকার আইফোন রপ্তানি করেছে। এপ্রিল-অক্টোবরে প্রতি মাসে প্রায় ৮,৪৫০ কোটি টাকার আইফোন রপ্তানি করেছে।

ভারতে অ্যাপলের অপারেটিং আয় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা ২০২৪ অর্থবর্ষে ৬৬,৭০০ কোটি টাকা ছিল। গত অর্থবর্ষে ২,৭৪৬ কোটি টাকা লাভ হয়েছিল।

অ্যাপলের সিইও টিম কুক এই বিষয়ে বলেন, “আমরা ভারতে যে উৎসাহ দেখে অভিভূত। আমরা এবারে রেকর্ড অ্যায় করেছি। অ্যাপলের জন্য এটি অসাধারণ বছর ছিল।”

Next Article