নয়া দিল্লি: আইআরসিটিসি (IRCTC)-র মাধ্যমে অনলাইনে টিকিট বুকিং করা এখন খুব সহজ হয়ে গিয়েছে। স্মার্টফোনে আইআরসিটিসি-র মোবাইল অ্যাপ (IRCTC Mobile App) ডাউনলোড করলেই সেখান থেকেই ট্রেনের টিকিট বুকিং করা যায়। তবে ইদানিংকালে আইআরসিটিসি-র একটি ভুয়ো অ্যাপও বাজারে দেখা যাচ্ছে। যার মাধ্যমে সাধারণ মানুষ প্রতারণার শিকার হচ্ছে। তাই আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করা থেকে সাবধান। প্রতারণা এড়িয়ে চলতে অ্যাপের বিষয়ে সতর্ক হওয়ার বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আইআরসিটিসি।
IRCTC-র সতর্কবার্তা
আইআরসিটিসি তাদের সতর্কবার্তায় বলেছে যে, আইআরসিটিসি-র একটি ভুয়ো মোবাইল অ্যাপ বাজারে এসেছে। মোবাইলে কিছু ভুয়ো লিঙ্ক আসছে, সেটি ক্লিক করলেই বিপদ। অর্থাৎ ভুয়ো ‘IRCTC Rail Connect’ মোবাইল অ্যাপ ডাউনলোডের অজুহাতে মানুষকে প্রতারিত করছে কিছু অসৎ মানুষ। তাই এরকম কোনও লিঙ্ক থেকে আইআরসিটিসি ডাউনলোড করা উচিত নয়।
কোথা থেকে আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করবেন?
গুগলের প্লে স্টোর বা অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে গ্রাহকদের আইআরসিটিসি মোবাইল অ্যাপ ডাউনলোড করা উচিত। অন্য কোনও লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করলে ক্ষতি হতে পারে।
কীভাবে আইআরসিটিসি অ্যাপ ডাউনলোড করবেন?
IRCTC-র আসল অ্যাপ শনাক্ত করতে আপনাকে প্রথমে Google Play Store বা Apple App Store-এ যেতে হবে। এখানে আপনাকে IRCTC Rail Connect অ্যাপ অনুসন্ধান করতে হবে। তারপর সেটি এলেই ডাউনলোড করে নেবেন।
আইআরসিটিসি অ্যাপটি আসল কিনা কীভাবে শনাক্ত করবেন?
IRCTC অ্যাপ ডাউনলোড করার আগে আপনাকে দেখে নিতে হবে যে, এর ডেভেলপার যেন ‘IRCTC অফিসিয়াল’ হয়।