IRCTC New Rule : অনলাইনেই করা যাবে বোর্ডিং স্টেশন বদল! কিন্তু রেলের শর্ত একটাই…

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 19, 2022 | 10:27 PM

IRCTC New Rule : যাত্রাপথে হঠাৎ বোর্ডিং স্টেশন পরিবর্তন হলে এখন থেকে তা অনলাইনেই করা যাবে। যাত্রা শুরু ২৪ ঘণ্টা আগেই IRCTC-তে গিয়ে এই পরিবর্তন করতে হবে।

IRCTC New Rule : অনলাইনেই করা যাবে বোর্ডিং স্টেশন বদল! কিন্তু রেলের শর্ত একটাই...
গ্রাফিক্স : টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি : যৌবনে অনেকেই কোনও পরিকল্পনা না করে টিকিট কেটে ট্রেনে উঠে পড়েছেন,এরকম অনেক হয়েছে। কোথাও যাওয়ার টিকিট কেটেছেন। কিন্তু যাত্রা পথেই হঠাৎ গন্থব্যস্থল পরিবর্তন করেছেন। এগুলো আর কিছুই নয়। যৌবনের খামখেয়ালি মনের প্রতিফলন। কিন্তু এরকম পরিস্থিতি মাঝেই তৈরি হয় যে টিকিট কেটেছেন এক জায়গা থেকে আর ট্রেনে উঠবেন অন্য জায়গা থেকে। কোনও জরুরি কাজেই হয়ত নির্ধারিত বোর্ডিং স্টেশন থেকে আপনি ট্রেনে উঠতে পারবেন না। তখন কী করবেন ভাবছেন? তাহলে আপনার জন্যই এই প্রতিবেদন লেখা। ভারতীয় রেলওয়ে আপনার জন্য নিয়ে এল নতুন সুযোগ। এখন থেকে রেলের যাত্রীরা নিজেরাই বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারেন। তবে যাত্রা শুরুর ২৪ ঘণ্টা আগে তা করতে হবে। IRCTC এর নতুন নিয়ম অনুযায়ী কেউ অনলাইনে টিকিট কেটে থাকলে বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। এটা মনে রাখতে হবে ট্রাভেল এজেন্টদের থেকে টিকিট কাটলে কিন্তু এই সুযোগ পাবেন না।

কীভাবে করবেন বোর্ডিং স্টেশন বদল :

  • IRCTC এর অফিসিয়াল ওয়েবসাইটে যান https://www.irctc.co.in/nget/train-search
  • আপনার লগইন আইডি ও পাসওয়ার্ড লিখুন
  • ‘বুকিং টিকিট ইতিহাস’-এ যান
  • আপনার ট্রেন নির্বাচন করুন এবং ‘চেঞ্জ বোর্ডিং পয়েন্ট’-এ যান
  • আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাওয়া হবে, ড্রপ ডাউন মেনুতে সেই ট্রেনের জন্য নতুন বোর্ডিং স্টেশন নির্বাচন করুন
  • নতুন স্টেশন নির্বাচন করার পরে সিস্টেম আপনার নিশ্চিতকরণের জন্য জিজ্ঞাসা করবে
  • ‘ঠিক আছে’ এ ক্লিক করুন

প্রসঙ্গত, IRCTC সম্প্রতি অনলাইনে টিকিট বুকিং প্রক্রিয়াতেও কিছু বদল এনেছে। এখন থেকে যাত্রীদের IRCTC-র ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটার সময় নিজের ফোন নম্বর ও ইমেল আইডি যাচাই করা আবশ্যক। যাচাই না করলে টিকিট বুক করা যাবে না।

Next Article