তীর্থ দর্শনের জন্য এবার বড় সুযোগ এনে দিল ভারতীয় রেলওয়ে ক্য়াটেরিং অ্য়ান্ড টুরিজ়িম কর্পোরেশন (Indian Railway Catering and Tourism Corporation)। তীর্থযাত্রীদের দেশের বেশ কিছু তীর্থক্ষেত্র ভ্রমণের জন্য সাশ্রয়ী মূল্যে এয়ার ট্যুর প্যাকেজের ঘোষণা করেছে IRCTC। এই এয়ার ট্যুর প্যাকেজে কোনও তীর্থযাত্রী কাশী বিশ্বনাথ মন্দির থেকে শুরু করে দেখতে পারবেন রাম জন্মভূমিও। IRCTC-র তরফে টুইটারে এই প্যাকেজের কথা ঘোষণা করা হয়েছে।
কোন কোন জায়গা দর্শন করতে পারবেন তীর্থযাত্রীরা?
IRCTC-র তরফে জানানো হয়েছে,উত্তর প্রদেশের প্রায় প্রধান প্রধান ধর্মীয় স্থানগুলিতে দর্শন করানো হবে এই প্যাকেজের অধীনে। এই এয়ার ট্যুর প্যাকেজে উত্তর প্রদেশের কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মন্দির, সঙ্কট মোচন মন্দির, কাল ভৈরব মন্দির, সারনাথ মন্দির, পাতালপুরী মন্দির, বড় হনুমানজি মন্দিরে নিয়ে যাওয়া হবে। এছাড়াও কনক ভবন, হনুমান গৃহ, রাম জন্মভূমি ও শ্রী কালেরাম মন্দিরেও নিয়ে যাওয়া হবে। ৪ রাত ও ৫ দিনের এই ট্যুর শুরু হবে আগামী ১৯ নভেম্বর থেকে।
কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
এই এয়ার প্যাকেজ ট্যুরের মধ্যেই হোটেলে থাকার বন্দোবস্ত করা হবে IRCTC-র তরফে। তাঁরা বারাণসীতে হোটেল মিডো ইন বা হোটেল জে এস রেসিডেন্সির মতো হোটেলে রাখা হবে। প্রয়াগরাজে তাঁরা থাকবেন হোটেল রবিশা কন্টিনেন্টাল বা হোটেল গ্যালাক্সি ভিউয়ের মতো হোটেলে। আর অযোধ্যাতে হোটেল কৃষ্ণা প্যালেস বা এই ধরনের হোটেলে তাঁদের থাকার বন্দোবস্ত করা হবে।
এই ট্যুরের জন্য খরচ কত?
দুই দফায় এই এয়ার প্যাকেজ ট্যুরের আয়োজন করা হয়েছে। একটি ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বরের এবং অন্যটি ১৪ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের। এই ট্যুরের খরচ শুরু হচ্ছে ২৬,৪০০ টাকা। এবং ট্যুর প্যাকেজ সম্বন্ধে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এই ওয়েবসাইটে গিয়েই ট্যুর বুক করতে পারেন যে কেউ।