IRCTC Rules: ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠেও এক ক্লিকে মিলতে পারে সিট, কীভাবে জানুন

Sukla Bhattacharjee |

Jan 20, 2024 | 7:32 AM

Train ticket tricks: মরশুমের সময় ট্রেনে ওয়েটিং লিস্টের তালিকা লম্বা হয়। সেক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুবই কম। ট্রেনের যাত্রীদের ফাইনাল চার্ট হওয়া পর্যন্ত টিকিট কনফার্ম হয়েছে কিনা জানার জন্য অপেক্ষা করতে হয়। আবার যাত্রীদের খালি আসনের তথ্য পেতে টিটিই-র পিছনে ছুটতে হয়। কিন্তু এখন আর তা করার দরকার নেই। ফাইনাল চার্ট প্রস্তুত হওয়ার আগেই আপনি জেনে যেতে পারেন, ট্রেনে সিট পাবেন কিনা।

IRCTC Rules: ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে ট্রেনে উঠেও এক ক্লিকে মিলতে পারে সিট, কীভাবে জানুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ট্রেনে প্রতিদিন লক্ষাধিক যাত্রী যাতায়াত করেন। ফলে সবার পক্ষে কনফার্ম টিকিট পাওয়া সম্ভব নয়। সিট পূর্ণ হওয়ার ফলে যাত্রীদের ওয়েটিং টিকিটও নিতে হয়। বিশেষত, মরশুমের সময় ট্রেনে ওয়েটিং লিস্টের তালিকা লম্বা হয়। সেক্ষেত্রে টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা খুবই কম। ট্রেনের যাত্রীদের ফাইনাল চার্ট হওয়া পর্যন্ত টিকিট কনফার্ম হয়েছে কিনা জানার জন্য অপেক্ষা করতে হয়। আবার যাত্রীদের খালি আসনের তথ্য পেতে টিটিই-র পিছনে ছুটতে হয়। কিন্তু এখন আর তা করার দরকার নেই। ফাইনাল চার্ট প্রস্তুত হওয়ার আগেই আপনি জেনে যেতে পারেন, ট্রেনে সিট পাবেন কিনা। টিটিই-র পিছনে ছোটারও দরকার নেই। এটা জানার জন্য এক বিশেষ পদ্ধতি রয়েছে। বলা যায়, এক ক্লিকেই জানতে পারবেন কোন কোচে কোন বার্থ পাওয়া যাচ্ছে।

 

 

এভাবে ট্রেনের কনফার্ম টিকিট পাবেন

১) প্রথমে IRCTC মোবাইল অ্যাপ্লিকেশনে যান।

২) এবার ট্রেন অপশনে যান।

৩) এার Chart Vacancy নামে একটি অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

৪) এরপর আপনার ট্রেনের নাম বা নম্বর এবং স্টেশনের নাম লিখুন।

৫) এখন আপনি যে কোচে সিট চান সেটিতে ক্লিক করুন।

৬) আপনি কোচের সমস্ত খালি আসনের তালিকা পাবেন।

৭) এবার আপনি ট্রেনের সেই সিটে যান, টিটিই আসার পরে, সেই সিট দেওয়ার কথা বলুন।

৮) এবার ওই সিটে বসে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন।

Next Article