নয়া দিল্লি: ব্যাঙ্কে যাওয়া মানেই অনেক ঝক্কি। এমনটাই মনে করেন অনেকে। ফর্ম পূরণের জন্য একটা লাইন, টাকা জমা দেওয়ার জন্য আরেকটা লাইন। ব্যাঙ্কের জটিল নিয়ম বুঝতে অনেকেরই সমস্যা হয়। মনে থাকে প্রচুর প্রশ্ন। এমনই একটি প্রশ্ন হল, ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার জন্য কি প্যান কার্ড লাগে?
প্যান হল পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। আয়কর বিভাগ এই প্যান কার্ড ইস্যু করে। ১০ ডিজিটের এই নম্বর ইউনিক আইডি হিসাবে কাজ করে। মূলত আয়কর জমা দেওয়ার জন্যই প্যান কার্ডের প্রয়োজন হলেও, বিভিন্ন আর্থিক লেনদেনেও প্যান কার্ডের দরকার পড়ে।
ব্যাঙ্কে টাকা ডিপোজিটের সময় আলাদাভাবে প্যান কার্ডের প্রয়োজন পড়ে না। তবে একবারে ৫০ হাজার টাকার বেশি জমা দিতে গেলে, প্যান নম্বর জমা দেওয়া বাধ্যতামূলক। যদি অর্থবর্ষে আপনার জমা রাখা টাকার অঙ্ক ২০ লক্ষ টাকার বেশি হয়, সে ক্ষেত্রেও বাধ্যতামূলকভাবে প্যান কার্ডের তথ্য জানাতে বাধ্য গ্রাহক। সমস্ত ব্যাঙ্ক ও পোস্ট অফিসেই এই নিয়ম কার্যকর।