নয়া দিল্লি: মার্চ মাস শেষ হতে চলল। আয়কর জমা দেওয়ার সময় হয়ে এসেছে। করদাতাদের সুবিধা দিতে এবারও বিশেষ উদ্যোগ নিল সরকার। এখনও অনেকের ব্যাঙ্কের সঙ্গে প্যান ও আধার কার্ডের লিংক হয়নি। যাঁদের এটা হয়নি, তাঁরাও আয়কর দিতে পারবেন। এমনকি রিটার্ন ফাইল পর্যন্ত করতে পারবেন। আয়কর দফতরের তরফে একথা ঘোষণা করা হয়েছে।
আয়কর দফতরের তরফে জানানো হয়েছে,আধার-প্যান কার্ডের সঙ্গে কেবল ব্যাঙ্কে লিঙ্ক নয়, প্যান কার্ড অকার্যকর হলেও আয়কর দাখিল করা যাবে। এছাড়া আয়কর ফাইল আগামী ৩১ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত দাখিল করা যাবে।
আয়কর ই-ফাইলিং পোর্টালে গিয়ে আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। এর পরে ই-ফাইল বিভাগে গিয়ে আয়কর রিটার্ন ফাইল করার বিকল্পটি নির্বাচন করুন এবং প্রয়োজনীয় বিবরণ এবং ডকুমেন্টেশন নিয়ে এগিয়ে যান।
PAN নিষ্ক্রিয় হয়ে গেলে বা লিঙ্ক করা না থাকলে থাকে তবে আপনাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। নিষ্ক্রিয় PAN দিয়ে আয়কর রিটার্ন (ITR) ফাইল করেন, তাহলে আপনি কোনও রিফান্ডের উপর ফেরত বা সুদ দাবি করতে পারবেন না। টাকা ফেরতের দাবির জন্য আধার এবং প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক। তাই আধার-প্যান লিঙ্ক না থাকলে অবিলম্বে সেটি করিয়ে নিন। প্রসঙ্গত, গতবারেও আয়কর ফাইল করার ক্ষেত্রে প্যান কার্ড নিয়ে এই ঘোষণা করেছিল আয়কর দৃফতপ্তর।