Mukesh Ambani: বিনা পয়সায় কাজ করছেন অম্বানি, এদিকে ছেলে-মেয়ের বেতন কোটি টাকা! তাও কীভাবে এত ধনী?
Mukesh Ambani: তবে এখন বেতন না নিলে এর আগে কত নিতেন জানেন? সংস্থার তুলে দেওয়া তথ্য অনুযায়ী, অর্থবর্ষ ২০০৯ থেকে অর্থবর্ষ ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর বেতন হিসাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকে ১৫ কোটি টাকা বেতন নিয়েছেন তিনি।

নয়াদিল্লি: এই নিয়ে টানা পাঁচ বছর। বিনা বেতনেই কাজ করে যাচ্ছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানি। বৃহস্পতিবার নিজেদের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সেখানেই এই তথ্য তুলে ধরেছে সংস্থা।
সংস্থা তরফে জানা গিয়েছে, করোনাকালীন সময় থেকে নিজের কাজের জন্য বেতন নেওয়া ছেড়েছিলেন অম্বানি। এখনও পর্যন্ত পাঁচ বছর কেটে গেলেও সেই সিদ্ধান্তে অনড় থাকছেন তিনি। নিচ্ছেন না বেতন ও ভর্তুকি। তবে এখন বেতন না নিলে এর আগে কত নিতেন জানেন? সংস্থার তুলে দেওয়া তথ্য অনুযায়ী, অর্থবর্ষ ২০০৯ থেকে অর্থবর্ষ ২০২০ সাল পর্যন্ত প্রতি বছর বেতন হিসাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের থেকে ১৫ কোটি টাকা বেতন নিয়েছেন তিনি।
তবে তাঁর তিন সন্তান কিন্তু বিনা পয়সায় কাজ করার পক্ষপাতি নন। ইকনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে যখন রিলায়েন্সের বোর্ড অব ডিরেক্টরের ‘নন এক্সিকিউটিভ ডিরেক্টর’ হিসাবে যোগ দিলেন ইশা, আকাশ ও অনন্ত অম্বানি। সেই সময় শুধুমাত্র ওই বোর্ডের সদস্য হওয়ার জন্য ৬ লক্ষ টাকা নেন তারা। এমনকি, শেষ অর্থবর্ষে ওই বোর্ডের সদস্য হিসাবে বার্ষিকী ২.২৫ কোটি টাকা কমিশন নিয়েছে তাঁরা।
সম্প্রতি এই একই রকম রিপোর্ট প্রকাশ করা হয়েছিল আদানি গোষ্ঠীর তরফেও। যেখানে দেখা গিয়েছিল, শিল্পপতি গৌতম আদানির নেওয়া বেতন দেশের অন্য শিল্পপতিদের তুলনায় অনেক কম। সেই রিপোর্ট অনুযায়ী, শেষ অর্থবর্ষে মোট ১০ কোটি ৪১ লক্ষ টাকা বেতন নিয়েছেন আদানি। সেই নিরিখে তাঁর সংস্থার কর্মীই পেয়েছেন বেশি বেতন। আদানির গ্রিন এনার্জি সংস্থার MD বিনীত এস জৈন বছরে ১১ কোটি টাকা বেতন নেন। এই গোষ্ঠীর CFO নেন বছরে ১০.৪ কোটি টাকা।

