নয়া দিল্লি: জীববৈচিত্র্য থেকে সাংস্কৃতিক ঐতিহ্য, ভারতে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কোভিডের সময় এই সেক্টরটি বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন ভারত সরকার এই সেক্টরের পুনরুজ্জীবনের উপর জোর দিচ্ছে। আগামী দিনে কেবল পর্যটন ক্ষেত্রের মাধ্যমে অর্থনীতিকে চাঙ্গা করার এবং কোটি কোটি মানুষের কর্মসংস্থানের বিশেষ সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছেন ভারতের G20 শেরপা এবং নীতি আয়োগের প্রাক্তন সিইও অমিতাভ কান্ত।
অমিতাভ কান্ত জানান, ভারত স্থিতিশীল প্রবৃদ্ধির দিকে এগোচ্ছে। পর্যটন খাত আমাদের দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পর্যটন খাতে আগামী বছরগুলিতে ২.৫ কোটি কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, দেশের কার্বন নিঃসরণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তিনি। পরিবেশ-বান্ধব অনুশীলনে ভারতকে একটি বিশ্বনেতা হিসাবে স্থাপন করা লক্ষ্য বলেও জানান তিনি।
সম্প্রতি অমিতাভ কান্ত ফেডারেশন অফ হোটেল অ্যান্ড রেস্তোরাঁ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (এফএইচআরএআই) সম্মেলনে বক্তব্য রাখেন। সেখানেই ‘জীবনের জন্য ভ্রমণ – পর্যটন সাসটেইনেবিলিটি’ বিষয়ে বক্তৃতায় তিনি পর্যটন সেক্টরের অভূতপূর্ব উন্নতি ও কর্মসংস্থানের জোয়ারের কথা বলেন।