Investment News: বিনিয়োগ মাত্র ১০০০ টাকা, ১১৫ মাসেই হবে দ্বিগুণ, এই স্কিম সম্পর্কে জানুন

Feb 21, 2024 | 7:55 AM

Kisan Bikash Patra: বিনিয়োগ করতে চাইলে বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। একক অ্য়াকাউন্ট খোলা যেতে পারে আবার যৌথভাবেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এমনকী অভিভাবক কোনও নাবলকের সঙ্গেও যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে।

Investment News: বিনিয়োগ মাত্র ১০০০ টাকা, ১১৫ মাসেই হবে দ্বিগুণ, এই স্কিম সম্পর্কে জানুন
প্রতীকী চিত্র
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: টাকা জমাতে চাইলেই হয় না, তারও অনেক হিসেব নিকেশ আছে। কোন ক্ষেত্রে কত বিনিয়োগ করলে, কত টাকা ফেরত পাওয়া যাবে, সেই হিসেব করে তবেই বিনিয়োগ করা ভাল। ভাল রিটার্ন আসবে, এটাই চান সবাই। কেন্দ্রীয় সরকারের এমন একটি স্কিম আছে, যাতে রিটার্ন একেবারে নিশ্চিত। বিনিয়োগ হবে দ্বিগুণ ।

কিষাণ বিকাশ পত্র কেনা যায় ১০ বছরের জন্য। এই স্কিমে সর্বনিম্ন ১০০০ টাকা বিনিয়োগ করা সম্ভব। সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। অর্থাৎ নিজের সামর্থ অনুযায়ী বিনিয়োগ করা যেতে পারে। রিটার্নও পাবেন নিশ্চিতভাবে।

কিষাণ বিকাশ পত্র স্কিমে বিনিয়োগ করতে চাইলে বয়স হতে হবে কমপক্ষে ১৮ বছর। একক অ্য়াকাউন্ট খোলা যেতে পারে আবার যৌথভাবেও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। এমনকী অভিভাবক কোনও নাবালকের সঙ্গেও যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারে। ১০০০ টাকা, ৫০০০ টাকা, ১০,০০০ টাকা এবং ৫০,০০০ টাকার শংসাপত্র কিনতে হয় এই স্কিমে বিনিয়োগ করতে গেলে।

দেশের সব পোস্ট অফিস এবং বড় ব্যাঙ্ক থেকে এই কিষাণ বিকাশ পত্র কেনা যায়। সার্টিফিকেট কেনার সময় কাউতে নমিনি করতে পারে। যদি কেনার সময় কাউকে নমিনি না করে থাকেন, তাহলে কিষাণ বিকাশের মেয়াদ শেষ হওয়ার আগে যে কোনও সময় নমিনি বেছে নিতে পারেন।

এটি মূলত কেন্দ্রীয় সরকারের একটি এককালীন বিনিয়োগ প্রকল্প, যেখানে কেউ টাকা বিনিয়োগ করলে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা দ্বিগুণ হয়ে যায়। ১৯৮৮ সালে এই স্কিম চালু করা হয়।

Next Article