EPFO Balance Check: অ্যাকাউন্টে জমা পড়ছে তো পিএফের টাকা? বিনা ইন্টারনেটেই কীভাবে ব্যালেন্স দেখবেন, জেনে নিন

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 29, 2022 | 8:15 AM

EPFO Balance Check: বর্তমান সময়ে প্রতারণার জাল এতটাই ছড়িয়ে পড়েছে যে, সংস্থার তরফে প্রতি মাসে আপনার মাইনে থেকে একটি নির্দিষ্ট অঙ্ক কেটে নেওয়া হলেও, অনেক সময়ই দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েনি।

EPFO Balance Check: অ্যাকাউন্টে জমা পড়ছে তো পিএফের টাকা? বিনা ইন্টারনেটেই কীভাবে ব্যালেন্স দেখবেন, জেনে নিন
অলঙ্করণ : অভীক দেবনাথ

Follow Us

নয়া দিল্লি: কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (Employees Provident Fund) বা ইপিএফ (EPF)। অবসরের পর আর্থিক সম্বল হয়ে ওঠে এই পিএফের টাকা। প্রতি মাসেই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা ইপিএফ অ্যাকাউন্টে জমা পড়ে। তবে বর্তমান সময়ে প্রতারণার জাল এতটাই ছড়িয়ে পড়েছে যে, সংস্থার তরফে প্রতি মাসে আপনার মাইনে থেকে একটি নির্দিষ্ট অঙ্ক কেটে নেওয়া হলেও, অনেক সময়ই দেখা যাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়েনি। প্রতি মাসে নিয়মিত আপনার অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে কি না, তা জেনে নিন সহজ উপায়ে। এর জন্য মোবাইলের ইন্টারনেটও খরচ করতে হবে না। ভাবছেন কীভাবে সম্ভব? তবে জেনে নিন এই দুটি সহজ উপায়-

ইন্টারনেট ছাড়াই কীভাবে দেখবেন ইপিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স?

১. এসএমএস-র মাধ্যমে– মোবাইলে এসএমএসের মাধ্যমে সহজেই ইপিএফের অ্যাকাউন্ট ব্যালেন্স দেখা যায়। আপনার মোবাইল নম্বর ও ইউএএন নম্বর যদি ইপিএফও-র অ্যাকাউন্টে রেজিস্টার থাকে, তবে একটা মেসেজেই আপনি ব্যালেন্স দেখতে পাবেন। EPFOHO UAN এবং এরপর ENG লিখে ৭৭৩৮২৯৯৮৯৯ -এই নম্বরে মেসেজ পাঠাতে হবে৷ এক্ষেত্রে শেষের ENG শব্দের অর্থ হল আপনি ইংরেজিতে ইপিএফ অ্যাকাউন্টের তথ্য জানতে চাইছেন ৷ যদি আপনি হিন্দি বা বাংলাতে এই তথ্য জানতে চান, তবে আপনাকে EPFOHO UAN HIN বা BAN লিখে মেসেজ পাঠাতে হবে ৷ এই পরিষেবা বাংলা, পঞ্জাবী, মারাঠি, হিন্দি, কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালম ভাষায় উপলব্ধ। এক্ষেত্রে উল্লেখ্য, যে নম্বরটি দিয়ে মেসেজ পাঠাচ্ছেন, তা অবশ্যই ইউএএন অ্যাকাউন্টে রেজিস্টার থাকতে হবে৷

২. মিসড কল– হ্যাঁ, একটা মিসড কলের মাধ্যমেও ইপিএফ ব্যালেন্স জানা সম্ভব। রেজিস্টার করা নম্বর থেকে ০১১-২২৯০১৪০৬-এই নম্বরে মিসড কলে দিলেই, ইপিএফও-র তরফে মেসেজের মাধ্যমে পিএফ অ্যাকাউন্টের যাবতীয় তথ্য জানিয়ে দেওয়া থাকবে৷ তবে এর জন্য ইউএএন নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার নম্বর লিঙ্ক করা থাকতে হবে ৷

Next Article