নয়া দিল্লি: দিনের পর দিন লেনদেন তো করেন, কিন্তু নির্দিষ্ট সময় পরপর ব্যাঙ্ক স্টেটমেন্ট চেক করার অভ্যাস অনেকেরই নেই। কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের রেকর্ড সম্পর্কে জানা প্রয়োজন। ব্যাঙ্কে কত টাকা জমা দিলেন, কত টাকা তোলা হল, কোন খাতে কত চার্জ কাটল, সব তথ্য থাকে স্টেটমেন্টে। কিন্তু কতবার এই স্টেটমেন্ট দেখা উচিত, সেটা সম্পর্কে অনেকেরই কোনও ধারনা নেই। বিশেষজ্ঞরা বলেন, প্রতি মাসে অ্যাকাউন্টের স্টেটমেন্ট চেক করা উচিত। অর্থাৎ বছরে অন্তত ১২ বার চেক করতে হবে।
কেন চেক করতে হবে?
১. ব্যাঙ্কগুলি বিভিন্ন লেনদেনে একটি নির্দিষ্ট চার্জ কাটে, যা আপনি নাও জানতে পারেন। কিছু ব্যাঙ্ক ডুপ্লিকেট পাসবুক, ডেবিট কার্ডে উপর কিছু টাকা কেটে নেয়। যদি ব্যাঙ্ক কোনও কারণ ছাড়াই কোনও চার্জ কেটে নেয়, তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে সেটা জানতে পারবেন।
২. ব্যাঙ্ক জালিয়াতির শিকার তো এখন অনেকেই হয়ে থাকেন। অনেক সময় সেই তথ্য মেসেজে পাওয়া যায় না। এমন পরিস্থিতিতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও জালিয়াতি হয়েছে কি না, তা ধরা পড়ে স্টেটমেন্টে। স্টেটমেন্ট হল সবথেকে গুরুত্বপূর্ণ নথি যা এই ধরনের জালিয়াতির প্রমাণ হিসেবে ব্যবহার করা যেতে পারে। এছাড়া খরচের হিসেব নিকেশ রাখতে তো ব্যাঙ্ক স্টেটমেন্টই একমাত্র উপায়।