নয়াদিল্লি: রেলের বুকিং কাউন্টার বা বুকিং এজেন্ট ছাড়াও নিজের টিকিট এখন নিজেই কাটতে পারেন যাত্রীরা। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটেরিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (আইআরসিটিসি)-র মাধ্যমে ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটা যায়। এর জন্য অ্যাকাউন্ট খুলতে হয়। এই মাধ্যমে সাধারণত টিকিট কাটলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেয় টাকা। তাতে টিকিট কনফার্ম হোক বা আরএসি বা ওয়েটিং লিস্ট। কিন্তু আইআরসিটিতেই এমন এক কৌশল আছে, যার মাধ্যমে টিকিট কনফার্ম হলে তবেই অ্যাকাউন্ট থেকে টাকা কাটা যাবে। টিকিট কনফার্ম না হওয়া অবধি কোনও টাকা কাটা হবে না অ্যাকাউন্ট থেকে।
আইআরসিটিসি-র পেমেন্টর অপশনে রয়েছে ‘আই-পে পেমেন্ট গেটওয়ে’। তা ব্যবহার করে পেমেন্ট করলেই পাওয়া যাবে এই সুবিধা। ওই গেটওয়ের ‘অটো পে’ ফিচারের মাধ্যমে টাকা কেটে নেওয়া হয়। ইউপিআই, ডেবিট বা ক্রেটিড কার্ডের মাধ্যমেও এই ফিচারের সুবিধা নিতে পারেন। ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও)-এর ঢঙেই কাজ করে এই পদ্ধতি।
কারা এই ব্যবস্থার সুবিধা পেতে পারেন সবথেকে বেশি?
যে অনেক বড় অঙ্কের রেলের টিকিট কাটছেন তাঁদেরকে বিশেষ সুবিধা দিতে পারে এই ভাবে টিকিট কাটার পদ্ধতি। আবার যাঁরা ওয়েট লিস্টের টিকিট, তৎকাল টিকিট কাটছেন তাঁদের পক্ষে এই পদ্ধতি সবথেকে উপযোগী। যে ক্ষেত্রে কাটা টিকিটের কনফার্ম হওয়ার প্রবণতা কম, সেই ক্ষেত্রে টিকিট কাটার সময় এই পেমেন্ট পদ্ধতি ব্যবহার করতে পারেন। এই পদ্ধতিতে ইনস্ট্যান্ট রিফান্ডের মতো সুবিধাও রয়েছে।