নয়া দিল্লি: ডিজিটাল যুগে আর্থিক লেনদেন থেকে শুরু করে তথ্য, যাবতীয় কাজই ডিজিটাল মাধ্যমেই হয়। তবে ডিজিটাল যুগে প্রযুক্তির যেমন উন্নতি হয়েছে, তেমনই আর্থিক প্রতারণাও পাল্লা দিয়ে বাড়ছে। সাইবার প্রতারকরা সাধারণ মানুষ থেকে শুরু করে টেক স্যাভি- সকলকেই নিশানা করছে। সম্প্রতিই অন্ধ্র প্রদেশ পুলিশ একটি আধার কার্ডের সঙ্গে ৬৫৮টি সিম কার্ড লিঙ্ক করা রয়েছে বলে জানতে পারে। প্রতারকরাই ভুয়ো সিম কার্ডগুলিকে একটি আধার কার্ডের সঙ্গে যুক্ত করেছিল। এদিকে, যে ব্যক্তির নামে আধার কার্ড, তিনি জানতেনই না। এরপরই পুলিশের তরফে সার্ভিস প্রোভাইডার বা পরিষেবাদাতাকে ফোন করে সিম কার্ডগুলি বাতিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এই ঘটনার পরই পুলিশের তরফে আধার কার্ডের সঙ্গে কতগুলি সিম কার্ড লিঙ্ক করা রয়েছে, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টেলিকম ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী, এক ব্যক্তি তাঁর আধার কার্ডের সঙ্গে সর্বাধিক ৯টি সিম কার্ড লিঙ্ক করাতে পারেন। মূলত বড় পরিবারের জন্যই এই পরিষেবা দেওয়া হয়। তবে এই নিয়মের অপব্যবহারও করা হচ্ছে। সেই কারণেই টেলিকম বিভাগ সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে।
টেলিকম বিভাগের নিজস্ব একটি ওয়েবসাইট রয়েছে, যার নাম সঞ্চার সাথী। tafcop.dgtelecom.gov.in – এই ওয়েবসাইটে ক্লিক করে গ্রাহকরা দেখতে পাবেন যে আপনার নামে কটা সিম কার্ড ইস্যু করা হয়েছে। পাশাপাশি আপনি হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইলের সিম কার্ডও ব্লক করে দিতে পারবেন।