Mudra Loan: লাগে টাকা দেবে মোদী! এই শর্ত মানলেই আপনার ব্যবসায় ‘লগ্নি’ করবে কেন্দ্র
Mudra Loan: শুধু মাত্র টাকার জন্যই কী আটকা পড়ছে, আপনার ব্যবসা করার স্বপ্ন? তবে চিন্তা এখন ছুড়ে ফেলে দিতে পারেন। কারণ, 'লাগে টাকা দেবেন মোদী'।

কলকাতা: চাকরি নিয়ে ক্লান্ত? ব্যবসা তো খুলতে চান। কিন্তু মাথায় ঋণের বোঝা ভেবে ভয় করছে? ভাবছেন লক্ষ লক্ষ টাকা ঋণে কীভাবে কম সুদ নেবেন? শুধু মাত্র টাকার জন্যই কী আটকা পড়ছে, আপনার ব্যবসা করার স্বপ্ন? তবে চিন্তা এখন ছুড়ে ফেলে দিতে পারেন। কারণ, ‘লাগে টাকা দেবেন মোদী’।
কীভাবে টাকা দিচ্ছেন মোদী?
দিচ্ছেন ঋণের আকারে। তবে কিছু নির্দিষ্ট মানুষের জন্য। নাম দিয়েছেন ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’। মূলত, দেশের যুব প্রজন্ম ও ছোট ব্যবসায়ীদের জন্যই এই ঋণ প্রকল্প এনেছে কেন্দ্র সরকার।
সরকারি নথি সূত্রে জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত, মাত্র আট বছরেই ৪৪ কোটি উপভোক্তাকে ঋণ দিয়েছে কেন্দ্র। গতবছর দীপাবলির আগেও ‘প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা’য় আবেদনকারীদের জন্য ঋণের আবেদন দ্বিগুণ করে কেন্দ্র।
এর আগে পর্যন্ত মোট ১০ লক্ষ টাকা ঋণ পেতে পারতেন একজন উপভোক্তা। সেই বদলের পর ঋণের মাত্রা বাড়িয়ে ২০ লক্ষ টাকা পর্যন্ত ধার্য করে দিয়েছে কেন্দ্র।
কারা পেতে পারেন এই মুদ্রা লোন?
জানা গিয়েছে, নির্দিষ্ট কিছু সেক্টরের ব্যবসায়ীরাই এই মুদ্রা লোন পেতে পারেন। সেগুলি হল, কৃষিকাজ, সামাজিক পরিষেবা, ছোট কোনও ফিনান্স সংক্রান্ত ব্যবসা, ভোগ্য পণ্য, বস্ত্র-সহ আরও কিছু ছোট ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এই ঋণ পেতে পারেন।
কত টাকা মিলবে মুদ্রা লোন?
গত বছরের পর থেকে সর্বোচ্চ ২০ লক্ষ টাকা অবধি মুদ্রা লোন পেতে পারেন আবেদনকারীরা। তবে মোট চারটি বিভাগে একজন আবেদনকারী এই ঋণ পেয়ে থাকেন। প্রথম বিভাগ বা শিশু লোন, যার মাধ্যমে মোট ৫০ হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকেন আবেদনকারীরা। দ্বিতীয় বিভাগ বা কিশোর লোনের আওতায় মিলে যেতে পারে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত। তৃতীয় বিভাগ বা তরুণ লোনের আওতায় পাওয়া যেতে পারে ১০ লক্ষ টাকা ও অবশেষে তরুণ প্লাস লোনের আওতায় মিলে যাবে ২০ লক্ষ টাকা পর্যন্ত।

