Gold Purity Test: নিজেই পরীক্ষা করে জেনে নিন আপনার বাড়ির সোনা খাঁটি কি না

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Mar 14, 2023 | 9:30 AM

Gold Purity Test: আপনার কেনা সোনা খাঁটি নাকি নকল তা বাড়িতেই পরীক্ষা করে দেখতে পারেন। এর জন্য অ্য়াসিড টেস্ট সহ বেশ কিছু উপায় অবলম্বন করা যেতে পারে।

Gold Purity Test: নিজেই পরীক্ষা করে জেনে নিন আপনার বাড়ির সোনা খাঁটি কি না
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

অনেকেরই সোনার গয়নার প্রতি ঝোঁক থাকে। সংসারের খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে বছরে একটা কিছু সোনার জিনিস অনেক মধ্যবিত্তরাই কিনে থাকেন। তিলে তিলে জমানো টাকা দিয়ে বাড়িতে সোনার গয়না তো নিয়ে এলেন। কিন্তু সেই গয়না খাঁটি নাকি নকল বুঝবেন কীভাবে? এইখানে সোনার গয়না খাঁটি কি না তা বোঝার রইল কিছু টিপস-

সোনার বিশুদ্ধতার উপর নির্ভর করে বিভিন্ন ক্যারেটের সোনা বাজারে পাওয়া যায়। এই বিশুদ্ধতা অনুযায়ী সাধারণত ১০, ১৪, ১৮, ২২ ও ২৪ ক্যারেটের সোনা বাজারে উপলব্ধ। আর সোনার গয়না কিনলে সেখানে একটি মার্ক থাকে। যা দেখে সেই সোনা খাঁটি নাকি নকল বোঝা যায়। আর সোনার গয়নায় যদি কোনও মার্ক না থাকে তাহলে তা অবশ্যই পরীক্ষা করা উচিত।

ভিনিগার দিয়ে পরীক্ষা:

ভিনিগার দিয়ে পরীক্ষা করে পরখ করতে পারেন আপনার সোনা খাঁটি নাকি নকল। এর জন্য শুধু প্রয়োজন হোয়াইট ভিনিগার। এর জন্য় আপনার সোনার গয়নার উপর ড্রপার দিয়ে ফোঁটা ফোঁটা করে ভিনিগার ঢালুন। যদি সোনার রং পরিবর্তন হতে শুরু করে তাহলে বুঝবেন সেই সোনা নকল। আর যদি চকচক করে তাহলে আসল সোনা আপনার কাছে।

মেকআপ দিয়ে পরীক্ষা:

সোনার সত্যতা যাচাইয়ে মেকআপ কাজে আসে অনেকক্ষেত্রে। প্রথমে নিজের হাতের এক জায়গায় তরল ফাউন্ডেশন ঢালুন। সেটা ভাল করে ব্লেন্ড করে শুকিয়ে নিন। তারপর আপনার সোনার গয়নাটি নিয়ে সেই ফাউন্ডেশন লাগানো জায়গায় ঘষুন। তাতে যদি আপনার হাতের অংশটা কালো হয়ে যায় তাহলে আসন সোনার মালিক আপনিই।

অ্যাসিড টেস্ট:

কোনও গোল্ড প্লেটেড বা সোনার গয়না খাঁটি কি না তা পরীক্ষা করার সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি হল অ্যাসিড পরীক্ষা। অ্য়াসিড টেস্টের জন্য একটি ছোট্ট সোনার গয়না নিন। একটি সূচ নিয়ে গয়নার ছোট্ট জায়গা ঘষে দিন। তারপর অ্যাসিড কিটে দেওয়া একটি ড্রপার দিয়ে সেই ছিদ্র অ্যাসিড দিয়ে ভর্তি করুন। তারপর ড্রপার দিয়ে ওই ঘষা জায়গায় অ্য়াসিড দিন। অ্য়াসিডের সঙ্গে বিক্রিয়ায় সেই জায়গার রং পরিবর্তন হবে। ভাল করে খেয়াল করুন সেই জায়গার কী রং হয়েছে। তারপর অ্যাসিড কিটে দেওয়া কার্ডের রঙের সঙ্গে মিলিয়ে নিন।

এই পদ্ধতিতে একদম সঠিক ফলাফল পাওয়া যায়। এই পরীক্ষা সোনা খাঁটি কি না শুধু সেটাই বলবে না। ধাতুটিকেও চিহ্নিত করতে সাহায্য করবে। অ্যাসিড টেস্ট করে সোনার ক্যারেটও বোঝা যাবে। এই পদ্ধতি ব্যবহারের ক্ষেত্রে কিটে দেওয়া নির্দেশ ভাল করে পড়ে নেবেন।

প্রসঙ্গত, সম্প্রতি সোনা বিক্রির নিয়মে কিছু বদল এনেছে সরকার। এখন সোনার গয়নায় ৬ অঙ্কের আলফা নিউমেরিক HUID হলমার্ক থাকা বাধ্যতামূলক। তাই এই হলমার্কিং দেখেও সোনা খাঁটি কি না বোঝা সম্ভব।

Next Article