AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AADHAAR Card Update: রেজিস্টার্ড মোবাইল নম্বর ছাড়াই করা যাবে পিভিসি আধার কার্ড ডাউনলোড, জেনে নিন কীভাবে

| Edited By: | Updated on: Dec 19, 2022 | 9:42 AM
Share
কোনও আধার কার্ড হোল্ডার UIDAI-র ওয়েবসাইট থেকেই আধার পিভিসি কার্ড ডাউনলোড করতে পারেন। সম্প্রতি UIDAI নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে আধার পিভিসি কার্ড পাওয়ার প্রক্রিয়া নিয়ে এসেছে। UIDAI নিজে এই কার্ড হোল্ডারদের ঠিকানায় পাঠিয়ে দেবে।

কোনও আধার কার্ড হোল্ডার UIDAI-র ওয়েবসাইট থেকেই আধার পিভিসি কার্ড ডাউনলোড করতে পারেন। সম্প্রতি UIDAI নিরাপদ ও নিরাপত্তার সঙ্গে আধার পিভিসি কার্ড পাওয়ার প্রক্রিয়া নিয়ে এসেছে। UIDAI নিজে এই কার্ড হোল্ডারদের ঠিকানায় পাঠিয়ে দেবে।

1 / 6
এদিকে কোথাও নাগরিকরা আধার নম্বর শেয়ার করতে না চাইলে তার জন্যও বিকল্প রেখেছে UIDAI।  ভার্চুয়াল আইডেন্টিফায়ার তৈরি করার সুবিধাও দেওয়া হয়। এছাড়া বায়োমেট্রিক লকিংয়ের পাশাপাশি আধার লকিংয়ের সুবিধা দিয়ে থাকে UIDAI।

এদিকে কোথাও নাগরিকরা আধার নম্বর শেয়ার করতে না চাইলে তার জন্যও বিকল্প রেখেছে UIDAI। ভার্চুয়াল আইডেন্টিফায়ার তৈরি করার সুবিধাও দেওয়া হয়। এছাড়া বায়োমেট্রিক লকিংয়ের পাশাপাশি আধার লকিংয়ের সুবিধা দিয়ে থাকে UIDAI।

2 / 6
UIDAI-র বক্তব্য, আধারে HoF ভিত্তিক অনলাইন ঠিকানা আপডেট করা আরও সহজ হবে আধার কার্ড হোল্ডারদের জন্য। আধার কার্ডে ঠিকানা আপডেটের জন্য যাঁদের প্রয়োজনীয় সহায়ক নথি নেই তাঁরা পরিবারের প্রধানের সম্মতি নিয়েই এবার আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে পারবেন। যাঁরা বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁদের জন্য এই ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে।

UIDAI-র বক্তব্য, আধারে HoF ভিত্তিক অনলাইন ঠিকানা আপডেট করা আরও সহজ হবে আধার কার্ড হোল্ডারদের জন্য। আধার কার্ডে ঠিকানা আপডেটের জন্য যাঁদের প্রয়োজনীয় সহায়ক নথি নেই তাঁরা পরিবারের প্রধানের সম্মতি নিয়েই এবার আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে পারবেন। যাঁরা বিভিন্ন কারণে দেশের বিভিন্ন প্রান্তে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তাঁদের জন্য এই ব্যবস্থা অনেকটাই সুবিধাজনক হবে।

3 / 6
তবে এই আধার কার্ডে ঠিকানা আপডেটের জন্য নাগরিকদের ৫০ টাকা দিতে হবে। পেমেন্ট সফল হলেই নাগরিকরা সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন। এবং HOF-র কাছে ঠিকানার অনুরোধ জানিয়ে একটি বার্তা যাবে। HOF তাতে সম্মতি দিলেই আধার কার্ড হোল্ডারের অনুরোধ কার্যকর করা হবে। এদিকে HOF দের নোটিফিকেশন পাওয়ার ৩০ দিনের মধ্যে My Aadhaar Portal এ গিয়ে তাঁদের সম্মতি দিতে হবে।

তবে এই আধার কার্ডে ঠিকানা আপডেটের জন্য নাগরিকদের ৫০ টাকা দিতে হবে। পেমেন্ট সফল হলেই নাগরিকরা সার্ভিস রিকোয়েস্ট নম্বর (SRN) পাবেন। এবং HOF-র কাছে ঠিকানার অনুরোধ জানিয়ে একটি বার্তা যাবে। HOF তাতে সম্মতি দিলেই আধার কার্ড হোল্ডারের অনুরোধ কার্যকর করা হবে। এদিকে HOF দের নোটিফিকেশন পাওয়ার ৩০ দিনের মধ্যে My Aadhaar Portal এ গিয়ে তাঁদের সম্মতি দিতে হবে।

4 / 6
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

5 / 6
 আর যদি HOF এই অনুরোধ বাতিল করে দেন এবং নিজের ঠিকানা দিতে রাজি না হন বা ৩০ দিনের মধ্যে তিনি যদি সেই অনুরোধ গ্রহণ করে তাতে সম্মতি না দেন তাহলে আধার কার্ড হোল্ডারের ঠিকানা পরিবর্তনের অনুরোধ বাতিল হয়ে যাবে। এই বিষয়ে আধার কার্ড হোল্ডার একটি বার্তাও পাবেন। তবে যদি তাঁর ঠিকানা আপডেটও না হয় তবুও তিনি কোনও টাকা ফেরত পাবেন না।

আর যদি HOF এই অনুরোধ বাতিল করে দেন এবং নিজের ঠিকানা দিতে রাজি না হন বা ৩০ দিনের মধ্যে তিনি যদি সেই অনুরোধ গ্রহণ করে তাতে সম্মতি না দেন তাহলে আধার কার্ড হোল্ডারের ঠিকানা পরিবর্তনের অনুরোধ বাতিল হয়ে যাবে। এই বিষয়ে আধার কার্ড হোল্ডার একটি বার্তাও পাবেন। তবে যদি তাঁর ঠিকানা আপডেটও না হয় তবুও তিনি কোনও টাকা ফেরত পাবেন না।

6 / 6