Driving Licence Without RTO Test : লাইসেন্স পেতে আর RTO-তে গিয়ে দিতে হবে না টেস্ট! জানুন উপায়

Jul 07, 2022 | 12:56 PM

Driving Licence Without RTO Test : এবার থেকে RTO-তে বাধ্যতামূলক পরীক্ষা ছাড়াই স্বীকৃত ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যেতে পারে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে।

Driving Licence Without RTO Test : লাইসেন্স পেতে আর RTO-তে গিয়ে দিতে হবে না টেস্ট! জানুন উপায়
ছবি সৌজন্যে : Pixabay

Follow Us

ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদনকারী প্রার্থীকে এবার থেকে আর পরীক্ষার জন্য ‘আঞ্চলিক পরিবহণ অফিসে’ (RTO) যেতে হবে না। এবার থেকে RTO-তে বাধ্যতামূলক পরীক্ষা ছাড়াই স্বীকৃত ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্র থেকে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যেতে পারে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এই নয়া নিয়ম কার্যকর হচ্ছে। নয়া নিয়মের অধীনে, স্বীকৃত ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্রগুলি সফলভাবে প্রশিক্ষণ শেষ করার পরে যোগ্য প্রার্থীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান করতে পারবে এবার থেকে।

জানা গিয়েছে, কেন্দ্রীয় বা রাজ্য পরিবহণ বিভাগগুলি এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্রগুলি পরিচালনার দায়িত্বে থাকবে। যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন তাঁদের এই ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে। এই কেন্দ্রগুলি থেকেই তাঁকে প্রশিক্ষণ নিতে হবে। এবং প্রশিক্ষণ শেষে এই কেন্দ্রের দ্বারা পরিচালিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কেন্দ্রের পরিচালিত পরীক্ষায় সংশ্লিষ্ট প্রার্থী উত্তীর্ণ হলে প্রশিক্ষণ কেন্দ্র একটি শংসাপত্র প্রদান করবে। সার্টিফিকেট পাওয়ার পর প্রার্থীরা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। RTO-তে কোনও পরীক্ষা ছাড়াই প্রশিক্ষণ শংসাপত্রের ভিত্তিতে লাইসেন্স জারি করা হবে।

প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে সিমুলেটর এবং ‘ডেডিকেটেড ড্রাইভিং টেস্ট ট্র্যাক’ থাকতে হবে। যারা প্রশিক্ষণ কেন্দ্রে পরীক্ষাটি পাস করতে পারবেন, তাঁদের পরীক্ষার জন্য RTO-তে আর যেতে হবে না। সেন্টারের সংশাপত্র দেখেই লাইসেন্স দেওয়া হবে তাঁদের। স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্রগুলি হালকা মোটর যান (LMVs) এবং মাঝারি ও ভারী যানের (HMVs) জন্য প্রশিক্ষণ প্রদান করতে পারে। হালকা যানের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম প্রশিক্ষণ নিতে হবে ২৯ ঘণ্টার জন্য। সেন্টারের থেকেই প্রার্থীকে থিওরি ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই কেন্দ্রগুলি শিল্প-নির্দিষ্ট বিশেষ প্রশিক্ষণ প্রদানের জন্যও অনুমোদিত। তবে কয়েকটি রাজ্য ড্রাইভার প্রশিক্ষণ কেন্দ্র খোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এটি ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি আরও একটি আশঙ্কা রয়েছে। এই ধরনের কেন্দ্রগুলি যথাযথ যাচাই ছাড়াই ড্রাইভিং লাইসেন্স প্রদান করে দিতে পারে।

Next Article