New Driving License: যেতে হবে না কোথাও, এবার সহজেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, শুধু থাকতে হবে এই নথি

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 30, 2023 | 6:07 PM

New Driving License: দুই ধাপেই এবার থেকে করা যাবে ড্রাইভিং লাইসেন্স। আধার e-KYC-র মাধ্যমে সহজেই করা যাবে লাইসেন্স।

New Driving License: যেতে হবে না কোথাও, এবার সহজেই মিলবে ড্রাইভিং লাইসেন্স, শুধু থাকতে হবে এই নথি
প্রতীকী ছবি

Follow Us

বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সরকারি নথি হিসেবে বিবেচিত হয় ড্রাইভিং লাইসেন্স (Driving License)। আর এই ড্রাইভিং লাইসেন্স থাকলে নাগরিকরা প্রাইভেট গাড়ি চালাতে পারেন। যেরকম পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, সংরক্ষিত প্রার্থীর ক্ষেত্রে জনজাতি শংসাপত্র, সেরকম গাড়ি চালানোর জন্য প্রয়োজনীয় নথিপত্র হল ড্রাইভিং লাইসেন্স।

ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ গাড়ি চালাতে পারেন না। আর এই ড্রাইভিং লাইসেন্স করা খুবই সহজ। মাত্র দুই ধাপেই এখন ড্রাইভিং লাইসেন্সস করা যেতে পারে। প্রথমে আপনাকে ড্রাইভিং লাইসেন্স শেখার জন্য আবেদন করতে হবে। এবং দ্বিতীয় ধাপে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে হবে। আধার কার্ডের (Aadhaar Card) মাধ্যমেই ড্রাইভিং লাইসেন্সের জন্য করতে হবে আবেদন। এবার জেনে নিন ধাপে ধাপে কীভাবে করবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন-

  • শুধুমাত্র আধার কার্ডের মাধ্যমে শেখার লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন।
  • আধার e-KYC এর মাধ্যমেই লার্নিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্স করা যেতে পারে।
  • ড্রাইভিং লাইসেন্স করার আগে লার্নিং লাইসেন্সের জন্য আবেদন করতে হয়।
  • আর এখন লার্নিং লাইসেন্স তৈরির জন্য খুব বেশি কিছু নথিপত্রের প্রয়োজন পড়বে না। KYC-র মাধ্যমে আধার কার্ড সব তথ্য বের করে নেয়।

আর যাঁরা RTO অফিসে না গিয়েই নতুন ড্রাইভিং লাইসেন্স করাতে চান তাঁরা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন।

  • RTO ছাড়া ড্রাইভিং লাইসেন্স করাতে হলে প্রথমেই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • হোমপেজে যাওয়ার পর সেখানে ড্রাইভারদের জন্য এবং প্রশিক্ষক বা লার্নাসদের জন্য লাইসেন্সের অপশন থাকবে।
  • দুটি অপশনের মধ্যে যেকোনও একটিতে ক্লিক করলে এক নতুন পেজ আসবে। সেখানে আপনাকে নিজের রাজ্য নির্বাচন করতে হবে।
  • আর রাজ্যে নির্বাচন করার পর সেখানে RTO ছাড়া অনলাইনে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার অপশন পাবেন। সেখানে আপনাকে ক্লিক করতে হবে।
  • তারপর আবেদনপত্র ভরে এবং প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে সেগুলি আপলোড করতে হবে।
  • এর পর আবেদনমূল্য জমা দিতে হবে। সবশেষে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।

 

Next Article