নয়া দিল্লি: হঠাৎ করে টাকার প্রয়োজন পড়লে অনেকেই বাধ্য হন ব্যাঙ্ক থেকে ঋণ (Loan) নিতে। তবে ব্যাঙ্ক ঋণ দেওয়ার ক্ষেত্রে যে শর্তগুলি রাখে, তার মধ্যে অন্যতম হল ঋণের ক্ষেত্রে একজন গ্যারান্টারের (Guarantor) প্রয়োজন, অর্থাৎ আপনি ঋণ নিলে, তা পরিশোধ করবেন, এই গ্যারান্টি দেওয়ার মতো কাউকে প্রয়োজন। যদি আপনি কোনও গ্য়ারান্টার জোগাড় করতে না পারেন, তবে ঋণ পেতে সমস্যা হতে পারে। এই পরিস্থিতিতে অনেকেই তার পরিজন বা বন্ধু-বান্ধবদের নাম ঋণের গ্য়ারান্টার হিসাবে উল্লেখ করেন। আপনিও যদি কারোর ঋণের গ্যারান্টার হন, তবে এই তথ্যগুলি আপনার জেনে নেওয়া দরকারি। কারণ ঋণের গ্য়ারান্টার হওয়া মানে শুধুমাত্র খাতায়-কলমে সই করাই নয়, তাদের অনেক রকমের দায়িত্ব থাকে।
ঋণের ক্ষেত্রেই একজন গ্য়ারান্টারের প্রয়োজন। গ্যারান্টারের অন্য়তম দায়িত্ব হল, যিনি ঋণ গ্রহীতা, তিনি যদি ঋণ পরিশোধ না করেন, তবে তার পরিবর্তে গ্যারান্টার সেই ঋণ পরিশোধ করবেন। ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ঋণের ক্ষেত্রে গ্রহীতার মতোই সমান দায়বদ্ধ ঋণের গ্যারান্টারও। যদি কোনও ব্যক্তি ঋণখেলাপী হন, তবে ঋণ গ্রহীতার পাশাপাশি ঋণের গ্যারান্টারের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করতে পারে ব্যাঙ্ক।
যেকোনও ধরনের ঋণ নেওয়ার ক্ষেত্রেই গ্যারান্টারের প্রয়োজন পড়ে না। যখন ঋণের গ্য়ারান্টি পূরণ করা হয় না বা ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনও সংশয় থাকে, সেক্ষেত্রেই ঋণের গ্যারান্টারের প্রয়োজন। যদি আপনি মোটা অঙ্কের টাকা ঋণ নেন, তবে ব্যাঙ্ক আপনার কাছ থেকে গ্যারান্টার চাইতে পারেন।