২০১৬ সালের নভেম্বর মাসেই বাতিল করা হয় ১০০০ টাকার নোট। আর সম্প্রতি আরবিআই বাজার থেকে ২০০০ টাকা তুলে নেওয়ার কথা ঘোষণা করেছে। আর কেন্দ্রীয় ব্যাঙ্কের এই ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠেছে, তাহলে কি বাজারে ফিরবে ১০০০ টাকার নোট? আজ এই প্রশ্নের উত্তরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ২০০০ টাকার তুলে নেওয়ার প্রভাব কমানোর জন্য় বাজারে ১০০০ টাকা আনার কোনও পরিকল্পনা নেই রিজার্ভ ব্যাঙ্কের।
১০০০ টাকার নোটের প্রত্যাবর্তন নিয়ে প্রকাশিত প্রতিবেদনগুলোকে ‘অনুমানমূলক’ বলে উল্লেখ করে শক্তিকান্ত দাস বলেন, “এটা অনুমানমূলক। এই মুহূর্তে এ ধরনের কোনও পরিকল্পনা নেই।” উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে সরকার ৫০০ ও ১০০০ টাকা বাতিলের কথা ঘোষণা করে। তারপর বাজারে টাকার চাহিদা পূরণ করতে বাজারে ২০০০ টাকার নোট নিয়ে আসে আরবিআই। তবে এই নোট আনার ৪ থেকে ৫ বছরের মধ্যেই বাজারে বহুল পরিমাণে বাকি মূল্যের নোট চলে আসে। অর্থনীতিতে নোটের চাহিদা পূরণ সম্পন্ন হয়। তাই ২০১৮ সাল থেকে ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেয় কেন্দ্রীয় ব্যাঙ্ক। দিনকয়েক আগে এই নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে আরবিআই।
এছাড়াও বাজারে ২০০০ টাকার নোটের মাধ্যমে লেনদেন খুব কম হয় বলেও জানিয়েছে আরবিআই। তাই এই নোটের ৭ বছর পূর্ণ হওয়ার আগেই বাজার থেকে এই নোট তুলে নিল আরবিআই। এদিন শক্তিকান্ত দাস আরও বলেন, নোট বদলের জন্য কোনও হুড়োহুড়ির প্রয়োজন নেই। ৩০ সেপ্টেম্বর ডেডলাইন হলেও তারপরও ২০০০ টাকার নোট বৈধ থাকবে।