স্থায়ী চাকরিজীবীদের সকলেরই ইপিএফ অ্য়াকাউন্ট থাকে। ভবিষ্যতের সঞ্চয়ের জন্য ইপিএফ একটি বড় মাধ্য়ম। ইপিএফ সদস্যদের তাঁদের বেতনের একটি অংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা হয় এবং সেই সম পরিমাণ অর্থ সংস্থার তরফেও ইপিএফ অ্য়াকাউন্টে জমা হয়। ইপিএফ সম্বন্ধে বেশ কিছু তথ্য :
প্রসঙ্গত, কোনও কর্মী তাঁর বেসিক বেতনের ১২ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে জমা করেন। এর মধ্যে নিয়োগকারী সংস্থারও ৫০ শতাংশ ভাগ থাকে। বিশ্বের অন্যতম বড় সোশ্যাল সিকিউরিটি অগ্যানাইজ়েশন হল ইপিএফও। বর্তমানে ইপিএফ এ ২৪.৭৭ কোটি অ্যাকাউন্ট রয়েছে। ইপিএফ-র সদস্যরা ই-পাসবুকের মাধ্যমে ইপিএফ-এ প্রতিমাসের লেনদেন সম্বন্ধে জানতে পারেন।