Google Chrome Sell: কপাল পুড়বে গুগলের? বাধ্য হয়ে বিক্রি করতে হতে পারে ‘ক্রোম’ ব্রাউজার?

Nov 29, 2024 | 12:40 PM

Google Chrome Sell: অ্যালফাবেট ইনকর্পোরেটেডের সংস্থা গুগলকে কি এবার বেচে দিতে হবে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার 'ক্রোম'?

1 / 8
অ্যালফাবেট ইনকর্পোরেটেডের সংস্থা গুগলকে কি এবার বেচে দিতে হবে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার 'ক্রোম'? তেমনটাই হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এমনটাই চাইছে বলে খবর, এমনকি আদালত যাতে এই নির্দেশ দেয় সেটাও দেখছে। কিন্তু কেন হঠাৎ এই বিপদের খাঁড়া নেমে এল গুগলের ভাগ্যে। ইন্টারনেট সার্চ মার্কেট এবং সেই সম্পর্কিত বিজ্ঞাপনের বাজারে গুগলের একচেটিয়া বাজার খর্ব করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

অ্যালফাবেট ইনকর্পোরেটেডের সংস্থা গুগলকে কি এবার বেচে দিতে হবে বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ব্রাউজার 'ক্রোম'? তেমনটাই হতে পারে বলে মনে করা হচ্ছে। ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এমনটাই চাইছে বলে খবর, এমনকি আদালত যাতে এই নির্দেশ দেয় সেটাও দেখছে। কিন্তু কেন হঠাৎ এই বিপদের খাঁড়া নেমে এল গুগলের ভাগ্যে। ইন্টারনেট সার্চ মার্কেট এবং সেই সম্পর্কিত বিজ্ঞাপনের বাজারে গুগলের একচেটিয়া বাজার খর্ব করতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর।

2 / 8
এই খবর সামনে আসতেই গুগল জানিয়েছে যদি ক্রোম বিক্রি করতে বাধ্য করা হয় তবে সেই পদক্ষেপ গুগলের গ্রাহক এবং ব্যবসার ব্যপক ক্ষতি করবে। গত মাসেই বিচার বিভাগ, আদালতে কাগজপত্র দাখিল করে বলেছে  গুগলের কিছু পণ্য ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং 'কাঠামোগত প্রতিকার' করতেই এই ব্যবস্থা প্রয়োজন। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, বুধবার অ্যান্টিট্রাস্ট এনফোর্সার্স বিচারকের কাছে গুগলকে ক্রোম বিক্রি করার নির্দেশ দেওয়ার প্রস্তাবটি পেশ করবেন।

এই খবর সামনে আসতেই গুগল জানিয়েছে যদি ক্রোম বিক্রি করতে বাধ্য করা হয় তবে সেই পদক্ষেপ গুগলের গ্রাহক এবং ব্যবসার ব্যপক ক্ষতি করবে। গত মাসেই বিচার বিভাগ, আদালতে কাগজপত্র দাখিল করে বলেছে গুগলের কিছু পণ্য ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং 'কাঠামোগত প্রতিকার' করতেই এই ব্যবস্থা প্রয়োজন। ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুসারে, বুধবার অ্যান্টিট্রাস্ট এনফোর্সার্স বিচারকের কাছে গুগলকে ক্রোম বিক্রি করার নির্দেশ দেওয়ার প্রস্তাবটি পেশ করবেন।

3 / 8
StatCounter-এর দেওয়া তথ্য অনুসারে, অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন মার্কেটের প্রায় ৯০ শতাংশ শেয়ারই ক্রোমের দখলে। এমনকি এটি মার্কিন বাজারের প্রায় ৬১ শতাংশ নিয়ন্ত্রণ করে। গুগল-এর এই একচেটিয়া বাজারের বিরুদ্ধে বিচার বিভাগ প্রথম মামলা করা হয় আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন সময়েই। বিচারক অমিত মেহতা সেই সময় রায় দিয়ে জানিয়েছিলেন যে গুগলের অনলাইন সার্চের বিষয়ে একচেটিয়া বাজার রয়েছে। এই বিষয়ে কী প্রতিকার বা জরিমানা আরোপ করা যায় তাও বিবেচনা করা প্রয়োজন!

StatCounter-এর দেওয়া তথ্য অনুসারে, অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী সার্চ ইঞ্জিন মার্কেটের প্রায় ৯০ শতাংশ শেয়ারই ক্রোমের দখলে। এমনকি এটি মার্কিন বাজারের প্রায় ৬১ শতাংশ নিয়ন্ত্রণ করে। গুগল-এর এই একচেটিয়া বাজারের বিরুদ্ধে বিচার বিভাগ প্রথম মামলা করা হয় আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন সময়েই। বিচারক অমিত মেহতা সেই সময় রায় দিয়ে জানিয়েছিলেন যে গুগলের অনলাইন সার্চের বিষয়ে একচেটিয়া বাজার রয়েছে। এই বিষয়ে কী প্রতিকার বা জরিমানা আরোপ করা যায় তাও বিবেচনা করা প্রয়োজন!

4 / 8
তারপর থেকেই এই মামলায় বাদী পক্ষ গুগলের একচেটিয়া বাজারের পক্ষে অনেক প্রমাণ দিয়েছে। যার মধ্যে রয়েছে অ্যাপেল এবং অনান্য সংস্থার সঙ্গে গুগলের বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি, কেবল মাত্র নিজেদের সংস্থার স্মার্ট ফোন, ট্যাবলেটে গুগল ক্রোমকে 'ডিফল্ট সার্চ ইঞ্জিন' হিসাবে রাখার জন্য। ব্লুমবার্গ ইন্টেলিজেন্স বিশ্লেষক মনদীপ সিং এর মতে, যদি সত্যি 'ক্রোম' বিক্রি হয় তবে এর মূল্য হবে কমপক্ষে১৫-২০ বিলিয়ন ইউএস ডলার, কারণ ক্রোমের মাসিক ৩ বিলিয়ন  সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

তারপর থেকেই এই মামলায় বাদী পক্ষ গুগলের একচেটিয়া বাজারের পক্ষে অনেক প্রমাণ দিয়েছে। যার মধ্যে রয়েছে অ্যাপেল এবং অনান্য সংস্থার সঙ্গে গুগলের বিলিয়ন বিলিয়ন ডলারের চুক্তি, কেবল মাত্র নিজেদের সংস্থার স্মার্ট ফোন, ট্যাবলেটে গুগল ক্রোমকে 'ডিফল্ট সার্চ ইঞ্জিন' হিসাবে রাখার জন্য। ব্লুমবার্গ ইন্টেলিজেন্স বিশ্লেষক মনদীপ সিং এর মতে, যদি সত্যি 'ক্রোম' বিক্রি হয় তবে এর মূল্য হবে কমপক্ষে১৫-২০ বিলিয়ন ইউএস ডলার, কারণ ক্রোমের মাসিক ৩ বিলিয়ন সক্রিয় ব্যবহারকারী রয়েছে।

5 / 8
গুগল এই প্রস্তাবকে 'মৌলবাদী' বা একতরফা বলেও জানিয়েছে। এমনকি এই সিদ্ধান্ত আমেরিকার গ্রাহক  ও ব্যবসার ক্ষতি করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাযর ব্যবহারে আমেরিকার প্রতিযোগিতাকে প্রভাবিত করবে বলে সূত্রের খবর।

গুগল এই প্রস্তাবকে 'মৌলবাদী' বা একতরফা বলেও জানিয়েছে। এমনকি এই সিদ্ধান্ত আমেরিকার গ্রাহক ও ব্যবসার ক্ষতি করবে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাযর ব্যবহারে আমেরিকার প্রতিযোগিতাকে প্রভাবিত করবে বলে সূত্রের খবর।

6 / 8
পূর্বে, অনলাইন সার্চের বাজারে একচেটিয়া অধিকারের বিষয়টি অস্বীকার করেলেও, অক্টোবরে বিচার বিভাগের দাখিল করা কাগজপত্রের ভিত্তিতে গুগল বলে ক্রোম বা অ্যান্ড্রয়েডের মতো ব্যবসার অংশগুলিকে 'আলাদা করা' হলে 'সেগুলি ভেঙে পড়বে'।

পূর্বে, অনলাইন সার্চের বাজারে একচেটিয়া অধিকারের বিষয়টি অস্বীকার করেলেও, অক্টোবরে বিচার বিভাগের দাখিল করা কাগজপত্রের ভিত্তিতে গুগল বলে ক্রোম বা অ্যান্ড্রয়েডের মতো ব্যবসার অংশগুলিকে 'আলাদা করা' হলে 'সেগুলি ভেঙে পড়বে'।

7 / 8
বিবিসিকে দেওয়া উদ্ধৃতিতে গুগল জানিয়েছে এই সিদ্ধান্ত ব্যবসায়িক মডেলকে প্রভাবিত এবং পরিবর্তন করবে। নানা ডিভাইসের দাম বাড়িয়ে দেবে সর্বোপরি 'অ্যাপলের আইফোন' এবং 'অ্যাপ স্টোরে'র সঙ্গে প্রতিযোগিতায় 'অ্যান্ড্রয়েড' এবং 'গুগল প্লে'কে দুর্বল করে দেবে।

বিবিসিকে দেওয়া উদ্ধৃতিতে গুগল জানিয়েছে এই সিদ্ধান্ত ব্যবসায়িক মডেলকে প্রভাবিত এবং পরিবর্তন করবে। নানা ডিভাইসের দাম বাড়িয়ে দেবে সর্বোপরি 'অ্যাপলের আইফোন' এবং 'অ্যাপ স্টোরে'র সঙ্গে প্রতিযোগিতায় 'অ্যান্ড্রয়েড' এবং 'গুগল প্লে'কে দুর্বল করে দেবে।

8 / 8
২০২৫ সালের অগস্টের মধ্যে মার্কিন জেলা বিচারক অমিত মেহতা তার চূড়ান্ত রায় দেবেন, তারপরেই গুগল পুনরায় আপিল করতে পারে বলেই শোনা যাচ্ছে। প্রসঙ্গত, ডিসেম্বর মাসে পুনরায় রায়ের সুযোগ পাবে সংস্থা।

২০২৫ সালের অগস্টের মধ্যে মার্কিন জেলা বিচারক অমিত মেহতা তার চূড়ান্ত রায় দেবেন, তারপরেই গুগল পুনরায় আপিল করতে পারে বলেই শোনা যাচ্ছে। প্রসঙ্গত, ডিসেম্বর মাসে পুনরায় রায়ের সুযোগ পাবে সংস্থা।

Next Photo Gallery