Lakshadweep Tour Cost: লাক্ষাদ্বীপ যাওয়া আরও সহজ হচ্ছে! অতিরিক্ত বিমান চালু করছে অ্যালায়েন্স এয়ার, পারমিট পেল স্পাইসজেট

Sukla Bhattacharjee |

Jan 15, 2024 | 9:01 AM

Alliance air flight: রিপোর্ট অনুসারে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যালায়েন্স এয়ারের কোচি-আগাত্তি-কোটির সমস্ত বিমানের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এখনও টিকিটের চাহিদা কমেনি। তাই পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে তিনমাস অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যালায়েন্স এয়ার।

Lakshadweep Tour Cost: লাক্ষাদ্বীপ যাওয়া আরও সহজ হচ্ছে! অতিরিক্ত বিমান চালু করছে অ্যালায়েন্স এয়ার, পারমিট পেল স্পাইসজেট
লাক্ষাদ্বীপের জন্য উড়ান পরিষেবা বাড়ছে।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কোচি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফর করে সেখানকার ছবি পোস্টের পরই ভ্রমণপিপাসুদের মধ্যে লাক্ষাদ্বীপ সম্পর্কে কৌতূহল বেড়েছে। তারপর লাক্ষাদ্বীপ প্রসঙ্গে ভারত-মলদ্বীপ বিতর্কের পর গুগল সার্চিংয়ে রেকর্ড করে লাক্ষাদ্বীপ। মলদ্বীপের ভ্রমণ পরিকল্পনা বাতিল করে লাক্ষাদ্বীপের দিকেও ঝোঁকে ভ্রমণপিপাসুরা। পরিস্থিতি বুঝে এবার লাক্ষাদ্বীপে যাওয়ার বিমানের সংখ্যা বাড়াল অন্যতম বিমান সংস্থা, অ্যালায়েন্স এয়ার।

মূলত, কেরলের বিমান সংস্থা অ্যালায়েন্স এয়ার সংস্থা সরাসরি কোচি থেকে লাক্ষাদ্বীপের আগাত্তি বিমানবন্দর পরিষেবা দেয়। দিনে একটি করে বিমান যাতায়াত করত। কিন্তু, গত এক সপ্তাহ ধরে পর্যটকদের মধ্যে লাক্ষাদ্বীপে যাওয়ার হিড়িক বেড়েছে। তাই এবার অতিরিক্ত বিমান পরিষেবা শুরু কথা ঘোষণা করল অ্যালায়েন্স এয়ার। প্রতি রবিবার ও বুধবার কোচি-আগাত্তি-কোচি অতিরিক্ত বিমান চলবে বলে সংস্থা জানিয়েছে। আগামী ২১ জানুয়ারি, রবিবার থেকে ২৭ মার্চ, ২০২৪ পর্যন্ত এই অতিরিক্ত পরিষেবা দেওয়া হবে বলে অ্যালায়েন্স এয়ার জানিয়েছে।

রিপোর্ট অনুসারে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যালায়েন্স এয়ারের কোচি-আগাত্তি-কোটির সমস্ত বিমানের টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এখনও টিকিটের চাহিদা কমেনি। তাই পর্যটকদের চাহিদার কথা বিবেচনা করে তিনমাস অতিরিক্ত বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে অ্যালায়েন্স এয়ার।

অন্যদিকে, পর্যটকের চাহিদা সামাল দিতে এবার কোচি-আগাত্তি-কোচি রুটে উড়ান পরিষেবার পারমিট পেল স্পাইসজেট বিমান সংস্থা। শীঘ্রই এই রুটে উড়ান পরিষেবা শুরু করা হবে বলে জানিয়েছেন স্পাইসজেটের সিইও অজয় সিং।

লাক্ষাদ্বীপ যাওয়ার খরচ কত?

ভ্রমণ সংস্থা বুকিংয়ের প্ল্যাটফর্ম, মেক মাই ট্রিপ-এর মাধ্যমে ৫ দিন ও ৪ রাতের জনপ্রতি লাক্ষাদ্বীপ যাওয়ার খরচ শুরু হচ্ছে ২৬,৮৯১ টাকা। আবার থমাস কুক এই প্যাকেজ দিচ্ছে ৩১,৯০০ টাকায়। এদের থেকে কিছুটা কম দামে প্যাকেজ দিচ্ছে ইজিমাই ট্রিপ। এই সংস্থা ৩ রাত ৪ দিনের জনপ্রতি প্যাকেজ দিচ্ছে ২২,৯৯৯ টাকায়।

পর্যটকদের চাহিদা বাড়তে থাকায় স্থানীয় ভ্রমণ সংস্থাগুলিও লাক্ষাদ্বীপ ভ্রমণ করানোর পারমিটের জন্য আবেদন জানিয়েছে। তবে সরকার লাক্ষাদ্বীপ ভ্রমণের জন্য অনলাইন পারমিট দিচ্ছে। শিশুরা ১৫০ টাকায় এবং প্রাপ্তবয়স্করা ২৫০ টাকায় লাক্ষাদ্বীপের পারমিট পাবে।

Next Article