Anil Ambani-Tina Ambani: টিনাকে মেনে নেয়নি অম্বানী পরিবার, অনিল অম্বানী কত বছর অপেক্ষা করতে হয়েছিল জানেন?
Anil Ambani-Tina Munim Love Story: এক বিয়েবাড়িতে অনিল অম্বানী দেখেছিলেন টিনাকে। না, প্রথম দেখায় প্রেমে পড়ে যাননি, তবে টিনার শাড়ি দেখে বেশ ভাল লেগেছিল তাঁর। একটি কালো শাড়ি পরে বিয়েবাড়ি গিয়েছিলেন টিনা। কিন্তু তিনি নাকি অম্বানীদের নাম শোনেননি তখনও পর্যন্ত। তাঁরা একে অপরকে চিনতেনই না প্রায়।
নয়া দিল্লি: অম্বানী পরিবার শুধুমাত্র ভারতের ধনীতম পরিবার হিসেবেই পরিচিত নয়, ওই পরিবারের সদস্যরাও থাকেন শিরোনামে। মুকেশ ও নীতা অম্বানীর মতো অনিল অম্বানীর প্রেম-পর্বও সিনেমার থেকে কম কিছু নয়। অনিলের স্ত্রী টিনা মুনিম তখন চুটিয়ে সিনেমা করছেন বলিউডে। আর সেই মেয়েকেই পছন্দ বিশিষ্ট ব্যবসায়ী ধীরুভাই অম্বানীর ছোট ছেলে অনিলের। কিন্তু বাবা-মা তো মেয়েকে ঘরের বউ করতে নারাজ। শেষ পর্যন্ত তাঁদের সুখী দাম্পত্যের ছবি সবাই দেখেছেন, তবে অনেকেই জানেন না যে সম্পর্কের পথটা খুব একটা সহজ ছিল না।
এক বিয়েবাড়িতে অনিল অম্বানী দেখেছিলেন টিনাকে। না, প্রথম দেখায় প্রেমে পড়ে যাননি, তবে টিনার শাড়ি দেখে বেশ ভাল লেগেছিল তাঁর। একটি কালো শাড়ি পরে বিয়েবাড়ি গিয়েছিলেন টিনা। কিন্তু তিনি নাকি অম্বানীদের নাম শোনেননি তখনও পর্যন্ত। তাঁরা একে অপরকে চিনতেনই না প্রায়।
এরপর ফের তাঁদের দেখা হয় ফিলাদেলফিয়া। সেখানে টিনার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন অনিল। কিন্তু টিনা রাজি হননি। ১৯৮৬ -তে আবারও তাঁদের দেখা হয়। পরে টিনা বলেছিলেন অনিলের সততা ও সারল্য ভাল লেগেছিল তাঁর। এরপর কাছাকাছি আসেন তাঁরা। অনিল সিদ্ধান্ত নেন, টিনাকেই বিয়ে করবেন তিনি।
কিন্তু বাবা ধীরুভাই ও মা কোকিলাবেন কিছুতেই মানতে রাজি নন। বাবা-মায়ের অবাধ্য হননি কখনও, তাই এটাও মেনে নিয়েছিলেন। সেই আলাদা হয়ে যান অনিল ও টিনা। প্রায় চার বছর তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না বলেই জানা যায়। অনেক বিয়ের সম্বন্ধ এসেছিল অনিলের জন্য। কিন্তু তিনি ছিলেন নাছোড়বান্দা। শেষ পর্যন্ত মেনে নেয় পরিবার। বাড়িতে এনে টিনার সঙ্গে বাবা-মায়ের পরিচয় করিয়ে দেন। প্রপোজও করেন। এরপর বিয়ের পিঁড়িতে বসা আর কেউ আটকাতে পারেনি।