International Share Market: আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান? এই পদ্ধতিতেই মুশকিল আসান

Feb 25, 2024 | 7:44 AM

International Share Market: অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যা আমেরিকান স্টকগুলিতে বিনিয়োগ করে। এর মাধ্যমে আপনি আমেরিকান কোম্পানিগুলিতে সহজেই অর্থ বিনিয়োগ করতে পারেন, আয়ও করতে পারেন।

International Share Market: আমেরিকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান? এই পদ্ধতিতেই মুশকিল আসান
প্রতীকী ছবি

Follow Us

কলকাতা: শেয়ার মার্কেটে বিনিয়োগের ঝোঁক বেড়েই চলেছে দেশের একটা বড় অংশের মানুষ। কেউ করছেন অল্প বিনিয়োগ, কেউ করছেন বেশি। কেউ সদ্য হাত পাকাতে শুরু করছেন, কেউ হয়ে উঠছেন অভিজ্ঞ। জোর কেনাকাটা চলছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জে। তবে শুধু শেয়ার মার্কেট নয়। জোরদার কেনাকাটা চলছে মিউচুয়াল ফান্ডের বাজারেও। তবে শুধু যে বিনিয়োগের রাস্তা খোলা দেশের বাজারে এমনটা নয়। কেনাকাটা চলতে পারে আন্তর্জাতিক বাজারেও। সম্প্রতি, বিগত কয়েক মাস ধরে চোখ ধাঁধানো রিটার্ন দিচ্ছে এনভিডিয়া-র শেয়ার। ঘাড়ে নিশ্বাস ফেলছে রিলায়েন্সের। 

এখন যদি কোনও একটি কোম্পানি এত শক্তিশালী রিটার্ন দেয়, তাহলে সবাই এতে অর্থ বিনিয়োগ করতে চাইবে। ভারতীয়রা চাইলেও এনভিডিয়া শেয়ারে বিনিয়োগ করতে পারেন। এর জন্য আপনার একটি আন্তর্জাতিক ডিম্যাট বা ট্রেডিং অ্যাকাউন্টের প্রয়োজন হবে। Groww, Angle One, IND Money এর মত অনেক প্ল্যাটফর্ম এই সুবিধা প্রদান করে। একই সময়ে, আইসিআইসিআই ডাইরেক্ট, এইচডিএফসি সিকিউরিটিজ, কোটাক সিকিউরিটিজ ইত্যাদির মতো অনেক ভারতীয় ব্যাঙ্কের ডিম্যাট অ্যাকাউন্টগুলি আমেরিকাতে তালিকাভুক্ত কোম্পানিগুলির শেয়ারগুলিতে বিনিয়োগ করার সুবিধা প্রদান করে৷ এগুলির মাধ্যমে আপনি চাইলে সহজেই বিনিয়োগ শুরু করতে পারেন।

এমনকি অনেক মিউচুয়াল ফান্ড রয়েছে যা আমেরিকান স্টকগুলিতে বিনিয়োগ করে। এর মাধ্যমে আপনি আমেরিকান কোম্পানিগুলিতে সহজেই অর্থ বিনিয়োগ করতে পারেন, আয়ও করতে পারেন। তবে এ ক্ষেত্রে মনে রাখা ভাল যে শেয়ারবাজারে বিনিয়োগ সর্বদাই ঝুঁকিপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই নিজের উপর আত্মবিশ্বাস না থাকলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই বিনিয়োগ করা উচিত। 

Next Article