মুম্বই: প্রতিষ্ঠার পর ৬৭ বছর পেরিয়ে গিয়েছে। আজও দেশের ভরসাযোগ্য বিমা সংস্থা হিসাবে সুনাম ধরে রেখেছে ভারতীয় জীবন বিমা নিগম (LIC)। তাই বাজারমূল্যের (Market value) নিরিখে দেশের বিভিন্ন সংস্থাগুলির মধ্যে শীর্ষ তালিকায় উঠে এসেছে এলআইসি। সবচেয়ে মূলবান ভারতীয় সংস্থার তালিকায় এলআইসি পেয়েছে পঞ্চম স্থান। বর্তমানে এলআইসি-র বাজারমূল্য ৭ লক্ষ কোটি টাকা। তবে সব সংস্থাকে টপকে একেবারে শীর্ষস্থানে মুকেশ আম্বানির রিলায়েন্স গোষ্ঠী।
সম্প্রতি দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলির বাজারমূল্যের নিরিখে ICICI ব্যাঙ্ককে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে LIC। শুক্রবারই এলআইসি-র শেয়ার ৬ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবারই এলআইসি-র তরফে জানানো হয়, সংস্থার নেট প্রিমিয়াম ৫ শতাংশ বেড়ে ১,১৭,০১৭ কোটি টাকায় পৌঁছেছে। সংস্থার রিপোর্ট অনুযায়ী, নতুন ব্যবসা ৪৬ শতাংশ বেড়েছে। ফলে ৮ শতাংশ আয় বেড়ে হয়েছে ২.১ লক্ষ কোটি টাকা। গত একবছরে এলআইসি-র স্টক বেড়েছে ৮৬.২৬ শতাংশ।
অন্যদিকে, বাজারমূল্যের নিরিখে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা হিসাবে তালিকার একেবারে শীর্ষস্থানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড(RIL)। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন প্রায় ১৯.৬২ লক্ষ কোটি টাকা। টেলিকমিউনিকেশন থেকে শুরু করে রিটেল, শক্তি, পেট্রোকেমিক্যালস এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদনের ক্ষেত্রেও বড় ভূমিকা রয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের। তবে রিটেল এবং ডিজিটাল সেক্টরেই সবচেয়ে বেশি ঊর্ধ্বগতি রয়েছে বলে সংস্থার রিপোর্টে প্রকাশিত। RIL- এর পরে বাজার মূল্যের তালিকায় রয়েছে যথাক্রমে টাটা কনসালটেন্সি, HDFC ব্যাঙ্ক এবং ইনফোসিস। পঞ্চম স্থানে ছিল ICICI ব্যাঙ্ক। সম্প্রতি এই ফার্মকে টপকে পঞ্চম স্থানে উঠে এসেছে LIC। এখন ষষ্ঠ স্থানে ICICI ব্যাঙ্ক।