নয়া দিল্লি: দেশের অন্যতম বিমা সংস্থা হল, ভারতীয় জীবন বিমা নিগম (LIC)। আজও দেশবাসীর কাছে অন্যতম ভরসাযোগ্য বিমা সংস্থা এটি। নিজের ও পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার জন্য এলআইসি-র পলিসি করা জরুরি। গ্রাহকের মৃত্যু হলে তার পরিবার পলিসির টাকা পেতে পারে। তবে তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে।
গ্রাহকের মৃত্যু হলে সেই পলিসির টাকা পেতে হলে এলআইসি-র কাছে ডেথ ক্লেম করতে হবে। পলিসি-র যিনি নমিনি থাকবেন, তিনিই ডেথ ক্লেমের দাবি জানাতে পারবেন। প্রথমে এলআইসি-র স্থানীয় শাখায় ডেথ ক্লেমের আবেদন জানাতে হবে। পলিসির টাকা যাতে নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর হয়, তার জন্য NEFT-সহ কয়েকটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মগুলির সঙ্গে গ্রাহকের মৃত্যুর শংসাপত্র, যে কোনও আইডি প্রমাণ (আধার কার্ড থাকলে ভাল), মূল পলিসি বন্ড, নমিনি হোল্ডারের প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্টের জেরক্স ছবি দিতে হবে। নমিনি হোল্ডারকে সমস্ত নথিতে নিজের স্বাক্ষর করতে হবে।
সমস্ত ফর্ম, নথির পাশাপাশি নমিনি হোল্ডারকে হাতে লেখা একটি আবেদনপত্র দিতে হবে। এতে পলিসিধারীর মৃত্যুর তারিখ, মৃত্যুর স্থান এবং মৃত্যুর কারণ উল্লেখ করতে হবে। NEFT ফর্মের পাশাপাশি, নমিনিকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটি বাতিল চেক এবং ব্যাঙ্কের পাসবুকের কপি জমা দিতে হবে, যাতে তাঁর নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড লেখা থাকবে।
এগুলি জমা দেওয়ার পর কর্তৃপক্ষ সমস্ত নথি যাচাই করে ডেথ ক্লেম ছেড়ে দেবেন। অর্থাৎ পলিসির সমস্ত টাকা নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করে দেওয়া হবে। নথি জমা দেওয়ার পর সেগুলি যাচাই করে পলিসির টাকা নমিনির ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করতে এক মাস সময় লাগে।