নয়া দিল্লি: আর্থিক সঞ্চয়ের জন্য় অন্যতম ভাল ও সুরক্ষিত উপায় হল জীবন বিমা। আর জীবন বিমা বলতেই সকলের মাথায় প্রথমেই আসে লাইফ কর্পোরেশন অব ইন্ডিয়া। এলআইসি সম্প্রতিই এক নতুন প্রকল্প এনেছে, ধন বৃদ্ধি যোজনা। একবার বিনিয়োগ করেই এই প্রকল্পে বিপুল আর্থিক লাভ পাওয়া যায়। যদি আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি আপনি এই বিমা প্ল্য়ান কেনেন, তবে নিশ্চিত রিটার্ন পাবেন।
এলআইসি ধন বৃদ্ধি প্ল্যান হল একটি সেভিং লাইফ ইন্সুরেন্স পলিসি। প্রতি ১০০০ টাকার বিনিয়োগে আপনি নিশ্চিতভাবে ৭৫ টাকা রিটার্ন পাবেন। এছাড়া বিমার মেয়াদ চলাকালীনই যদি বিমাকারীর মৃত্য়ু হয়, তবে সেই আর্থিক অঙ্ক পাবেন নমিনি।
যেহেতু এলআইসি ধন বৃদ্ধি প্ল্যান সিঙ্গল প্রিমিয়াম প্ল্যান, তাই এতে একবারই অর্থ জমা রাখা যায়। এতে বিমাকারীদের দুটি অপশন দেওয়া হয়-
১. সিঙ্গল প্রিমিয়ামে ১.২৫ গুণ রিটার্ন
২. সিঙ্গল প্রিমিয়ামে ১০ গুণ রিটার্ন
এলআইসির এই প্রকল্পে টাকা জমা রাখার ন্যূনতম অঙ্ক হল ১.২৫ লক্ষ টাকা। টাকা জমার কোনও ঊর্ধ্বসীমা নেই।
এই বিমার থেকে শিশুদের বয়সসীমা ৯০ দিন থেকে ৮ বছর অবধি হতে পারে। বিমাকারী নিজের পছন্দ মতো মেয়াদ বেছে নিতে পারেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই বিমায় বিনিয়োগের ন্যূনতম বয়সসীমা ৩২ বছর ও সর্বোচ্চ বয়সসীমা ৬০ বছর ধার্য করা হয়েছে।
এই বিমায় আপনি ১০ বছর, ১৫ বছর ও ১৮ বছরের মেয়াদে বিনিয়োগ করতে পারেন।