নয়া দিল্লি: প্রতীক্ষার দিন শেষ। আজ, বুধবার শেয়ার বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে জীবন বিমা নিগমের (LIC) আইপিও(IPO)। গত সপ্তাহেই সংস্থার তরফে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছিল যে, ভারতের বাজারে অবশেষে আত্মপ্রকাশ করতে চলেছে এলআইসির আইপিও। ৪ মে থেকে সাধারণ মানুষ এই লগ্নিতে বিনিয়োগ করতে পারবেন। সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই এই আইপিও-র দর রাখা হয়েছে। মাত্র ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার ব্যান্ডের মধ্যে শেয়ারের দাম হতে পারে বলে জল্পনা। এছাড়া যাঁদের ইতিমধ্যেই জীবনবিমা (LIC) রয়েছে, তাঁরা অতিরিক্ত কিছু ছাড়ও পাবেন।
দীর্ঘ সময় ধরেই জল্পনা ছিল, এলআইসি-র আইপিও বাজারে আসবে। তবে নানা কারণে তা বারংবার পিছিয়ে যাচ্ছিল। চলতি বছরের বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ জানিয়েছিলেন, এই বছরই আইপিও আনা হবে। এরপর গত সপ্তাহে এলআইসি সংস্থার তরফে সাংবাদিক বৈঠক জানানো হয়, আগামী ২ মে এলআইসির আইপিও আনা হবে। ওই দিন থেকে প্রধান বিনিয়োগকারীরা আইপিও-এ বিনিয়োগ করতে পারবেন। আজ থেকে সাধারণ মানুষও বিনিয়োগ করতে পারবেন। আগামী ৯ মে অবধি আইপিও খোলা থাকবে।
সাধারণ মানুষ যাতে সহজেই এলআইসির আইপিও কিনতে পারেন, তার জন্য ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকার ব্যান্ডের মধ্য়েই শেয়ার দর ধার্য করা হয়েছে। যাঁদের ইতিমধ্যেই এলআইসির বিমা রয়েছে, তাঁরা প্রতি ইক্যুয়িটি শেয়ারে ৬০ টাকা ছাড় পাবেন। রিটেল বিনিয়োগকারী ও এলআইসির কর্মীরা শেয়ার পিছু ৪৫ টাকা ছাড় পাবেন। বিনিয়োগকারীরা এক দফায় সর্বোচ্চ ১৫টি শেয়ার কিনতে পারবেন ১৪ হাজার ২৩৫ টাকায়। ইতিমধ্যেই এলআইসির বিমাগ্রাহকদের এসএমএসে শেয়ার বিক্রির কথা জানানো হয়েছে।
আগামী ১৭ মে থেকে এলআইসির শেয়ার স্টক এক্সচেঞ্জেও নথিভুক্ত করা হবে। কেন্দ্রের পরিকল্পনা রয়েছে এলআইসির ৩.৫ শতাংশ শেয়ার বিক্রি করে ২১ হাজার কোটি টাকা লাভ করার। আগে ৫ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা থাকলেও, শেষ অবধি তা কমিয়ে ৩.৫ শতাংশ করে দেওয়া হয়। ভারতীয় শেয়ার বাজারে এটিই সর্বোচ্চ অঙ্কের আইপিও হতে চলেছে। এর আগে গতবছর পেটিএমের আইপিও ১৮ হাজার ৩০০ কোটি টাকা লাভ করেছিল বাজারে আত্মপ্রকাশের সময়।