Life Insurance: LIC-তে বিমা আছে নাকি? এই খবরে মুখে হাসি ফুটতে পারে আপনার

Mar 26, 2024 | 8:09 PM

Life Insurance: ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্সের বিবৃতি অনুসারে, ক্যাথে লাইফ ইন্স্যুরেন্সকে LIC-এর পরে দ্বিতীয় শক্তিশালী ব্র্যান্ড হিসাবে দেখানো হয়েছে। ক্যাথে লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড ভ্যালু ৯ শতাংশ বেড়ে ৪.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে।

Life Insurance: LIC-তে বিমা আছে নাকি? এই খবরে মুখে হাসি ফুটতে পারে আপনার
এলআইসি।

Follow Us

কলকাতা: তরতরিয়ে এগিয়ে চলেছে ভারতের অর্থনীতি। দেশের শ্রীবৃদ্ধির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর মুখে SBI, HAL-এর পাশাপাশি একাধিক বার এলআইসি-র কথাও শোনা গিয়েছে। বর্তমানে গোটা দেশেই বহুল পরিচিত বিমা সংস্থা সেই এলএসআই-কে নিয়ে শুরু হয়েছে নতুন চর্চা। সোজা কথায় বিমা খাতের জায়ান্ট সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ LIC বিশ্বব্যাপী শক্তিশালী বিমা ব্র্যান্ড হিসাবে আবির্ভূত হয়েছে। ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্স ১০০, ২০২৪ রিপোর্ট অনুসারে, LIC-এর ব্র্যান্ড মূল্য ৯.৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। এই সংস্থার ব্র্যান্ড শক্তি সূচক স্কোর (Brand Strength Index) AAA গ্রেড পেয়ে দাঁড়িয়েছে ৮৮.৩ পয়েন্টে। 

ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্সের বিবৃতি অনুসারে, ক্যাথে লাইফ ইন্স্যুরেন্সকে LIC-এর পরে দ্বিতীয় শক্তিশালী ব্র্যান্ড হিসাবে দেখানো হয়েছে। ক্যাথে লাইফ ইন্স্যুরেন্সের ব্র্যান্ড ভ্যালু ৯ শতাংশ বেড়ে ৪.৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে গিয়েছে। এরপরে রয়েছে এনআরএমএ ইন্স্যুরেন্স, যার ব্র্যান্ড ভ্যালু ৮২ শতাংশ বেড়ে ১.৩ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। যদিও চিনের বিমা ব্র্যান্ডগুলি বিশ্বব্যাপী র‌্যাঙ্কিংয়ে তাদের আধিপত্য বজায় রেখেছে। পিং আন ব্র্যান্ড ভ্যালুতে চার শতাংশ বৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে রয়েছে।  ব্র্যান্ড মূল্য ৩৩.৬ বিলিয়ন মার্কিন ডলার। এরপরে, চায়না লাইফ ইন্স্যুরেন্স এবং সিপিআইসি যথাক্রমে তৃতীয় এবং পঞ্চম অবস্থানে রয়েছে।

অন্যদিকে সর্বোচ্চ প্রথম বছরের প্রিমিয়াম সংগ্রহের নিরিখে এলআইসি ইন্ডিয়া ২০২২-২৩ অর্থবছরে ১৯,০৯০ কোটি টাকার প্রিমিয়াম ঘরে তুলেছে। যেখানে SBI লাইফ ইন্স্যুরেন্স এবং HDFC লাইফ ইন্স্যুরেন্স যথাক্রমে ১৫,১৯৭ কোটি এবং ১০,৯৭০ কোটি টাকার নতুন প্রিমিয়াম সংগ্রহ করেছে। ২০২২ সালের অগস্ট থেকে এলআইসি কর্মীদের জন্য ১৭ শতাংশ বেতন বাড়েছিল। যার ফলে ১ লক্ষ ১০ হাজারের বেশি কর্মী উপকৃত হয়েছিল। ইতিমধ্যেই এলআইসি-র শেয়ার সর্বকালের সেরা উচ্চতা ছুঁয়ে ফেলেছে। সম্প্রতি দরে কিছুটা পতন দেখা গেলেও বিগত কয়েক মাসে প্রায়শই বুল রান দেখা গিয়েছে এলআইসি-র শেয়ারে।

Next Article