LIC policy: ১ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, জেনে নিন LIC-র এই পলিসির বিস্তারিত তথ্য

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 11, 2022 | 8:39 AM

LIC policy: ১৪ বছর থেকে ২০ বছর পর্যন্ত হতে পারে এই পলিসির মেয়াদ। গ্রাহকের মৃত্যু হলে পাওয়া যায় বেসিক সাম।

LIC policy: ১ কোটি টাকা পর্যন্ত পাওয়া যায়, জেনে নিন LIC-র এই পলিসির বিস্তারিত তথ্য

Follow Us

সঞ্চয়ের জন্য জীবনবীমা নিগমের বিভিন্ন পলিসির ওপর নির্ভর করে থাকেন অনেকেই। একাধিক আকর্ষণীয় পলিসি রয়েছে। তবে এর মধ্যে সবথেকে বেশি লাভ পাওয়া যায় যে সব পলিসিতে তার মধ্যে অন্যতম ‘জীবন শিরোমনি পলিসি’। মাত্র ৪ বছর এই পলিসিতে বিনিয়োগ করলে ১ কোটি টাকা পাওয়া যেতে পারে। এই প্ল্যানে লোনও নেওয়া যায়।

যদি পলিসির প্রথম পাঁচ বছরের মধ্যে গ্রাহকের মৃত্যু হয়, তাহলে যে টাকা পাওয়ার কথা তা দিয়ে দেওয়া।

যদি পাঁচ বছর হওয়ার পর অথচ পলিসি ম্যাচিওর হওয়ার আগে যদি গ্রাহকের মৃত্যু হয়, তাহলে যে টাকা পাওয়ার কথা তার সঙ্গে মিলবে ‘লয়ালটি অ্যাডিশন।’

মৃত্যুর পর বার্ষিক প্রিমিয়ামের সাত গুন টাকা পাওয়া যায়।

১৪ বছরের পলিসি করলে দশম ও দ্বাদশ বছরে বেসিক সাম-এর ৩০ শতাংশ পাওয়া যাবে।

১৬ বছরের পলিসি করলে দ্বাদশ ও চতুর্দশ বছরে বেসিক সাম-এর ৩৫ শতাংশ পাওয়া যাবে।

১৮ বছরের পলিসি করলে চতুর্দশ ও ষষ্ঠদশ বছরে বেসিক সাম-এর ৪০ শতাংশ পাওয়া যাবে।

২০ বছরের পলিসি করলে ষষ্ঠদশ ও বিশতম বছরে বেসিক সাম-এর ৪৫ শতাংশ পাওয়া যাবে।

এই পলিসির জন্য প্রয়োজন কোনও সচিত্র পরিচয় পত্র, জন্ম তারিখের প্রমাণ, ঠিকানার প্রমাণ, সাম্প্রতিক একটি ছবি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য।

এই পলিসির বেসিক সাম ১ কোটি টাকা। চার বছর প্রিমিয়াম দিতে হবে। ১৪, ১৬, ১৮ ও ২০ বছরের পলিসি করা যায়। প্রতি মাসে ৯৪ হাজার টাকা করে দিলে পলিসি ম্যাচিওর হলে ১ কোটি টাকা পাওয়া যায়।

Next Article