Life Insurance Corporation: ৩ মাসের শিশুর নামে কেনা যাবে LIC-র ধন বৃদ্ধি পলিসি, জেনে নিন বিস্তারিত

LIC Policy: এক নতুন পলিসি নিয়ে এসেছে LIC। যার নাম, 'ধন বৃদ্ধি'। এই নতুন পলিসিতে গ্রাহক বিমা কভারের সঙ্গে নিশ্চিত রিটার্ন (Return) পাবেন। এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল, শিশুর নামেও এটি কেনা যাবে।

Life Insurance Corporation: ৩ মাসের শিশুর নামে কেনা যাবে LIC-র ধন বৃদ্ধি পলিসি, জেনে নিন বিস্তারিত
এলআইসি।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 12:28 AM

নয়া দিল্লি: দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC এক নতুন পলিসি নিয়ে এসেছে। যার নাম, ‘ধন বৃদ্ধি’। এই নতুন পলিসিতে গ্রাহক বিমা কভারের সঙ্গে নিশ্চিত রিটার্ন (Return) পাবেন। এটি একটি একক প্রিমিয়াম জীবন বীমা প্ল্যান। এটি ২৩ জুন, ২০২৩ তারিখ থেকে চালু হয়েছে এবং পলিসি কেনার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৩। এই পলিসির সবচেয়ে বড় সুবিধা হল, শিশুর নামেও এটি কেনা যাবে। এছাড়া এই পলিসির আর কী বৈশিষ্ট্য রয়েছে, জেনে নিন এখানে…

LIC ‘ধন বৃদ্ধি’ প্ল্যানের বৈশিষ্ট্য

LIC-র ধন বৃদ্ধি পলিসিতে গ্রাহক বিমা কভারের সঙ্গে নিশ্চিত রিটার্নের সুবিধা পাবেন। পলিসি গ্রাহকের মৃত্যু হলে তাঁর পরিবার আর্থিক সহায়তা পাবেন। এছাড়া পলিসির মেয়াদপূর্তি হলে একটি নিশ্চিত রিটার্ন পাওয়া যাবে।

ধন বৃদ্ধি পলিসির গ্রাহকরা দুটি সুবিধা পেতে পারেন। প্রথমত, ১.২৫ গুণ রিটার্ন পাওয়া যাবে। দ্বিতীয়ত, ব্যক্তির মৃত্যুর ক্ষেত্রে ১০ গুণ রিটার্ন পাওয়া যাবে। তবে উভয় ক্ষেত্রে প্রিমিয়াম ভিন্ন হবে।

পলিসির সময়সীমা ও গ্রাহকের বয়স

LIC-র ‘ধন বৃদ্ধি’ পলিসির মেয়াদপূর্তির সময়কাল রাখা হয়েছে ১০, ১৫ ও ১৮ বছর। এই পলিসির গ্রাহক হওয়ার জন্য ন্যূনতম বয়স হতে হবে ৯০ দিন বা ৩ মাস। অর্থাৎ শিশুদের নামেও পলিসিটি নামেও কেনা যাবে।

ন্যূনতম নিশ্চিত রিটার্নের পরিমাণ 

LIC ধন বৃদ্ধি পলিসির জন্য ন্যূনতম নিশ্চিত রিটার্নের পরিমাণ ১.২৫ লক্ষ টাকা।

ডেথ বেনিফিট

LIC ধন বৃদ্ধি পলিসির ঝুঁকির কভার শুরু হওয়ার পরে মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই গ্রাহকের মৃত্যু হলে মূল টাকা এবং তার উপর অর্জিত ‘গ্যারান্টিড রিটার্ন’ মিলবে।

ঋণের সুবিধা

LIC ধন বৃদ্ধি পলিসিতে গ্রাহকেরা অন্যান্য পলিসির মতো দুর্ঘটনাজনিত মৃত্যু সহ অন্যান্য সুবিধাও পাবেন। এছাড়া এই পলিসিতে ঋণের সুবিধাও মিলবে।

কীভাবে পলিসি পাবেন?

LIC ধন বৃদ্ধি পলিসি সংস্থার বিমা এজেন্টের থেকে কিনতে পারেন। অথবা অনলাইনের মাধ্যমেও এই পলিসি কেনা যাবে।