LIC-র গ্রাহকদের জন্য দারুণ খবর, এবার WhatsApp-এই মিলবে যাবতীয় পরিষেবা, কীভাবে পাবেন এই সুবিধা?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 04, 2022 | 7:30 AM

LIC WhatsApp Service: এলআইসি-র তরফে জানানো হয়েছে , 8976862090- এই নম্বরে এলআইসির রেজিস্টার গ্রাহকরা 'হাই' মেসেজ করলেই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হয়ে যাবে।

LIC-র গ্রাহকদের জন্য দারুণ খবর, এবার WhatsApp-এই মিলবে যাবতীয় পরিষেবা, কীভাবে পাবেন এই সুবিধা?
গ্রাফিক্স: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: আপনার কি জীবনবিমা বা এলআইসির পলিসি রয়েছে? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। পলিসি সংক্রান্ত যাবতীয় কাজ করার জন্য আপনাকে আর এলআইসি-র অফিসে বা আপনার পলিসি এজেন্টের কাছে যেতে হবে না। বাড়িতে বসেই হোয়াটসঅ্যাপে যাবতীয় কাজ করতে পারবেন। লাইফ ইন্সুরেন্স অব ইন্ডিয়ার তরফে আনা হল হোয়াটসঅ্যাপ পরিষেবা। কেবলমাত্র হোয়াটসঅ্যাপে ‘হাই’ পাঠালেই এলআইসি-র যাবতীয় পরিষেবা পাওয়া যাবে। 8976862090- এই মোবাইল নম্বরে শুধু মেসেজ করতে হবে এই পরিষেবা পাওয়ার জন্য।

হোয়াটসঅ্যাপে এলআইসি-র কী কী পরিষেবা পাওয়া যাবে?

প্রিমিয়াম বাকি রয়েছে কি না

এলআইসি সংক্রান্ত অতিরিক্ত তথ্য

পলিসি স্টেটাস

লোন এলিজিবিলিটি কোটেশন

লোন রিপেমেন্ট কোটেশন

লোন ইন্টারেস্ট ডিউ

প্রিমিয়াম মেটানোর সার্টিফিকেট

স্টেটমেন্ট অব ইউনিট

এলআইসি সার্ভিস লিঙ্ক

অপ্ট-ইন/ অপ্ট-আউট সার্ভিস

কীভাবে এলআইসি-র হোয়াটসঅ্যাপ সার্ভিস অ্যাক্টিভ করবেন?

এলআইসি-র তরফে জানানো হয়েছে , 8976862090- এই নম্বরে এলআইসির রেজিস্টার গ্রাহকরা ‘হাই’ মেসেজ করলেই হোয়াটসঅ্যাপ পরিষেবা চালু হয়ে যাবে। আপনার সামনে চলে আসবে এলআইসির পরিষেবার একটি তালিকা। এরমধ্যে থেকে আপনি নিজের পছন্দের পরিষেবা বেছে নিতে পারবেন।

কীভাবে এলআইসি-র অনলাইন সার্ভিসে নাম রেজিস্টার করবেন?

যদি আপনি এলআইসি-র অনলাইন সার্ভিসে নাম রেজিস্টার করতে চান, তবে আপনার হাতের কাছে নিজের পলিসি নম্বর, ইন্সটলমেন্ট প্রিমিয়ামের অঙ্ক, পাসপোর্ট বা প্যান কার্ডের স্ক্যান করা কপি, যার আকার ১০০ কেবির কম।

১. প্রথমেই আপনাকে এলআইসির ওয়েবসাইট www.licindia.in- এ যেতে হবে। এরপর ‘কাস্টমার পোর্টাল’ অপশনে ক্লিক করতে হবে।

২. এবার ‘নিউ ইউজার’ অপশনে ক্লিক করুন।

৩. এবার আপনার ইউজার আইডি ও  পাসওয়ার্ড দিতে হবে।

৪. এবার নতুন ইউজার আইডিতে লগ ইন করুন। এবার ‘বেসিক সার্ভিসে’র অধীনে ‘অ্যাড পলিসি’তে ক্লিক করুন।

৫. এবার আপনার পলিসির যাবতীয় তথ্য দিন।

৬. আপনি এলআইসির পোর্টালে রেজিস্টার করলেই আপনার নাম, ফোন নম্বর, ইমেইল আইডির মতো যাবতীয় তথ্য নিজে থেকেই যোগ হয়ে যাবে।

Next Article