AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Minimum Balance তুলে দেওয়ায় কমছে Liquidity, তাও কীভাবে এগিয়ে চলার লড়াইয়ে সামিল Public Sector Bank-গুলো?

Public Sector Banks: সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স নিয়ম থাকলে তা ব্যাঙ্কগুলোর লিক্যুইডিটি বৃদ্ধি করে। এই নিয়ম তুলে নিলে আখেরে ক্ষতি তো ব্যাঙ্কগুলোরই! তাহলে এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে তারা?

Minimum Balance তুলে দেওয়ায় কমছে Liquidity, তাও কীভাবে এগিয়ে চলার লড়াইয়ে সামিল Public Sector Bank-গুলো?
| Updated on: Aug 14, 2025 | 11:36 AM
Share

কয়েকদিন আগেই ভারতের ব্যাঙ্কিং সেক্টরে সাড়া পড়ে গিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের একটি ঘোষণায়। ওই ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছিলেন, তাঁদের ব্যাঙ্কে নতুন সেভিংস অ্যাকাউন্ট খুলতে গেলে ৫০ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। যদিও পরে বিভিন্ন বিতর্কের সামনে পড়ে এই নির্দেশিকা তুলে নেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কিন্তু ভারতের মতো দেশে যেখানে আইসিআইসিআই ব্যাঙ্কের মতো বেসরকারি ব্যাঙ্ক এই ধরণের পদক্ষেপ করছে, সেখানে সরকারি ব্যাঙ্কগুলো তাদের মিনিমাম ব্যালেন্স রাখার ব্যাপারটাই তুলে দিচ্ছে।

কোন ব্যাঙ্ক কত টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে বলে সেটা তাদের এক্তিয়ারের মধ্যে নেই, আগেই জানিয়েছিল আরবিআই। তবে, আরবিআইয়ের এই নির্দেশিকাও রয়েছে যে প্রধানমন্ত্রী জন ধন যোজনার অধীনে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্ট বা বিএসবিডিএ খুলতে গেলে কোনও চার্জ নেওয়া যাবে না। এই ধরণের অ্যাকাউন্টগুলোয় টাকা জমা, তোলা, ডেবিট কার্ডের মতো সাধারণ ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায়। আর এবার সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থেকেও মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম সরিয়ে নিচ্ছে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক ও কানাড়া ব্যাঙ্ক তাদের সাধারণ সেভিংস অ্যাকাউন্ট থেকে মিনিমাম ব্যালেন্স রাখার যে নিয়ম তা তুলে নিয়েছে।

কিন্তু এই নিয়ম তুলে নিলে আখেরে ক্ষতি তো ব্যাঙ্কগুলোরই! তাহলে এমন সিদ্ধান্ত কেন নিচ্ছে তারা? সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স নিয়ম থাকলে তা ব্যাঙ্কগুলোর লিক্যুইডিটি বৃদ্ধি করে। কিন্তু মিনিমাম ব্যালেন্স তুলে দেওয়ায় লিক্যুইডিটি কমবে ব্যাঙ্কগুলোর। যদিও এখানেই এক নতুন পরিকল্পনার কথা জানা গিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যাঙ্কগুলো আরও নতুন গ্রাহকদের টার্গেট করছে। ফলে আরও নতুন নতুন অ্যাকাউন্ট খুলবে এই ব্যাঙ্কগুলোয়, মনে করছে তারা। এ ছাড়াও গ্রাহকের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। আর এর ফলে গ্রাহকদের ধরে রাখা সহজ হবে। এ ছাড়াও নতুন নতুন টেক ইনোভেশনের মাধ্যমে গ্রাহকদের অ্যাপের অভিজ্ঞতা ও ব্যাঙ্কের শাখায় আসার অভিজ্ঞতা আরও ভাল করে তুলতেও কাজ করছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ২০২৫ সালের জুন মাসের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট বলছে, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাইক্রোফাইন্যান্স সেপ্টেম্বরের ৪.৩ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬২ শতাংশ। আবার মাইক্রোফাইন্যান্স লোন বুক সেপ্টেম্বরের ৪.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৬.৫ শতাংশ। ফলে, মিনিমাম ব্যালেন্সের নিয়ম তুলে দিয়ে ব্যাঙ্কগুলো যে ঠিক পথেই এগিয়ে চলেছে, সেদিকেই ইঙ্গিত করছে এই তথ্য।