শিশুর ত্বকে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে Johnson & Johnson-র পাউডার ব্যবহার করলে, এবার বাতিল হল লাইসেন্সও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 18, 2022 | 8:30 AM

Johnson & Johnson Baby Talc: নবজাতকদের পিএইচ মাত্রা বাকিদের তুলনায় বেশি হয়। পিএইচ মাত্রা ৫.৫-র তুলনায় বেশি হলে শিশুদের ত্বকে ভয়ানক ক্ষতি হতে পারে।  

শিশুর ত্বকে ভয়ঙ্কর ক্ষতি হতে পারে Johnson & Johnson-র পাউডার ব্যবহার করলে, এবার বাতিল হল লাইসেন্সও
ফাইল চিত্র।

Follow Us

মুম্বই: আগামী বছরেই দেশ থেকে পাততাড়ি গোটাচ্ছে জনসন অ্যান্ড জনসন। বন্ধ হয়ে যাবে জনসনের বেবি পাউডারের বিক্রি। তার আগেই মহারাষ্ট্রের তরফে জনসন অ্যান্ড জনসন প্ল্যান্টের ম্যানুফ্যাকচারিং লাইসেন্স বাতিল করে দেওয়া হল। শুক্রবারই মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে এই লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। পণ্যের গুণমান নিয়ে সংশয় থাকার কারণেই এই লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্র সরকারের ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, জনসন অ্যান্ড জনসন সংস্থার উৎপাদিত পাউডারের গুণমান সুরক্ষাবিধি উত্তীর্ণ হতে পারেনি। নবজাতক ও শিশুদের জন্য ব্যবহৃত পাউডারের পিএইচ নির্ধারিত সীমার তুলনায় অনেক বেশি। পুণে ও নাসিক থেকে সংগ্রহ করা নমুনাতে এই পিএইচ ভারসাম্যের গরমিল দেখা গিয়েছে।

উল্লেখ্য, যেকোনও পদার্থেই অ্যাসিডিটি ও অ্যালকালিনিটির মান নির্ণয় করা হয় পিএইচ স্কেলের মাধ্যমে। প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের ত্বক আলাদা হওয়ায়, তাদের ত্বকের পিএইচ মাত্রাও আলাদা হয়। নবজাতকদের পিএইচ মাত্রা বাকিদের তুলনায় বেশি হয়। পিএইচ মাত্রা ৫.৫-র তুলনায় বেশি হলে শিশুদের ত্বকে ভয়ানক ক্ষতি হতে পারে।

মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগস অ্যাডমিনিস্ট্রেশনের তরফে মুম্বইয়ের মুলুন্দে থাকা জনসন অ্যান্ড জনসন প্রাইভেট লিমিটেড সংস্থার উৎপাদনের লাইসেন্স বাতিল করা হয়েছে। এফডিএ-র বিবৃতিতে জানানো হয়েছে, জনসন সংস্থাকে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স আইন ১৯৪০ -র অধীনে শোকজ নোটিসও পাঠানো হয়েছে। যদিও সংস্থার তরফে মহারাষ্ট্র সরকারের ওই রিপোর্ট গ্রহণ করা হয়নি এবং এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছে।

উল্লেখ্য, গত মাসেই জনসন অ্যান্ড জনসন সংস্থার তরফে জানানো হয়েছিল যে, আগামী ২০২৩ সালের মধ্যেই বিশ্বে জনসন বেবি পাউডারেরর উৎপাদন ও বিক্রি বন্ধ করে দেওয়া হবে।

Next Article