ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন সরকারি কাজে আধার কার্ডকে গুরুত্বপূর্ণ নথিপত্র হিসেবে বিবেচনা করা হয়। এই আধার কার্ড দেওয়া হয় UIDAI এর তরফে। কিন্তু স্কুলে ভর্তির প্রক্রিয়া থেকে বিভিন্ন আইনি কাজ ছাড়াও আধারের আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেকেই এই বিষয়ে জানেন না। জানলে হতবাক হবেন, এই আধার কার্ড দিয়ে আপনি টাকাও উপার্জন করতে পারেন।
আধার কার্ড ব্যবহার করে কীভাবে টাকা উপার্জন করবেন?
পেনশনভুক্ত জনসাধারণের ক্ষেত্রে আধার কার্ডকে গুরুত্বপূর্ণ পরিচয় পত্র হিসেবে ধরা হয়। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বা অন্য কোনও সংস্থা থেকে যাঁরা পেনশন পেয়ে থাকেন অনেকেই। সেইসব পেনশনভোগীদের জন্য জীবন প্রমাণ ও আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক। এটি একটি লাইফ সার্টিফিকেট প্রোগ্রাম। মোদী সরকার ক্ষমতায় আসার পর ২০১৪ সালের ১০ নভেম্বর শুরু করেছিলেন। এই প্রকল্পের মাধ্যমে পেনশনভোগীরা বাড়ি বসেই পেনশনের টাকা পেতে পারেন। এবং তাঁদের সম্পর্কিত বিস্তারিত তথ্য আধার কার্ডের মাধ্যমে ডিজিটাল উপায়ে খতিয়ে দেখা হবে। তাই বাড়ি বসে পেনশনের টাকা পেতে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি তা বলাই বাহুল্য। তবে সেই আধার কার্ড জীবন প্রমাণের সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে ভুলবেন না।
আধার কার্ড থাকার সুবিধা :
পরিচয়পত্র হিসেবে কাজ করে আধার কার্ড। সরকারি কোনও কাজকর্মে যাচাইয়ের ক্ষেত্রেও চাওয়া হয় সেই আধার কার্ডই। এলপিজি গ্যাসে ভর্তুকি পেতে ও প্রধান মন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে কাজে লাগে সেই আধার কার্ডই।
স্কুল, কলেজ, ট্রেনে যাত্রা, হোটেল বুকিং এরকম বিভিন্ন কাজে আধারের ব্যবহার আবশ্যক। এর পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে দরকার পড়ে আধার কার্ডের। আধার কার্ডে উল্লিখিত ঠিকানা ও ছবিকে বৈধ ঠিকানার প্রমাণ হিসেবে দেখতে চাওয়া হয়।
তাই আধার কার্ড হারিয়ে ফেলবেন না। হারিয়ে গেলে UIDAI-তে জানান। পুনরায় আধার কার্ড করিয়ে নিন।