Income Tax Return: আয়কর রিটার্নে এই ভুল করা মানেই গচ্চা যাবে প্রচুর টাকা!
IT Return: এই ধরণের ভুলের কারণে রিটার্ন ফাইল করার পরও অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত আসে না।

২০২৪-২৫ অর্থবর্ষের আয়কর রিটার্ন দাখিল করার নতুন তারিখ ধার্য হয়েছে ১৫ সেপ্টেম্বর। কিন্তু তার আগে ভুলগুলো সংশোধন করা না হলে বড় সমস্যাতেও পড়তে পারেন করদাতারা। এই ধরণের ভুলের কারণে রিটার্ন ফাইল করার পরও অনেক সময় ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ফেরত আসে না।
রিফান্ড পেতে দেরি হওয়ার অনেক কারণ রয়েছে। এর মধ্যে প্রথম কারণ হল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা না থাকা। অনেকেই আয়কর প্রোফাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করেন না। আর এতেই সমস্যায় পড়েন তাঁরা। এ ছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু যুক্ত করলেই হবে না। এটির বৈধতাও ওখানে যাচাই করতে হবে। তবেই সংযুক্ত হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সঠিক ভাবে কাজ করবে।
আপনি যদি ফর্ম 26AS-এ দেখানো টিডিএসের তুলনয় কম টিডিএস ঘোষণা করেন, অর্থাৎ দুটি তথ্য যেখানে মিলছে না, তেমন অবস্থায় বিপদে পড়তে পারেন আপনি। তাহলে রিটার্নের টাকা আটকে যেতে পারে আপনার।
আপনি যদি সুদ, মূলধন লাভ বা ফ্রিল্যান্স থেকে আয়ের তথ্য গোপন করেন ও তা আয়কর দফতরের কাছে ধরা পড়ে যায় তাহলে আটকে যেতে পারে আপনার আয়কর রিটার্ন।
ফলে, আপনি যদি চান আপনার অ্যাকাউন্টে দ্রুত রিফান্ড আসুক তাহলে আয়কর প্রোফাইলে সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করে তা যাচাই করে নিন। এ ছাড়াও রিটার্ন ফাইল করার সময় কোনও তথ্য গপন করবেন না। এর অন্যথা করলে বিপদে পড়তে পারেন আপনিই।





