মারুতি সুজ়ুকির ১ লাখ ৮১ হাজার গাড়িতে সমস্যা, আপনারটা ঠিক আছে তো ?

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Sep 04, 2021 | 5:20 PM

Maruti Suzuki : আর্টিগা, ভিটারা ব্রেজ়া, এস-ক্রস, এক্সএল৬ ও সিয়াজ় মিলিয়ে ১ লাখ ৮১ হাজারেরও বেশি গাড়িতে সমস্যা থাকতে পারে বলে আশঙ্কা করছে মারুতি সুজ়ুকি।

মারুতি সুজ়ুকির ১ লাখ ৮১ হাজার গাড়িতে সমস্যা, আপনারটা ঠিক আছে তো ?
প্রতীকী ছবি

Follow Us

নয়াদিল্লি : মারুতি সুজ়ুকির বেশ কয়েকটি গাড়িতে যান্ত্রিক গোলযোগ থাকার সম্ভাবনা রয়েছে। সংস্থার এরিনা বিভাগের আরটিগা, ভিটারা ব্রেজ়া এবং নেক্সা বিভাগের এস-ক্রস, এক্সএল৬ ও প্রিমিয়াম সিডান সিয়াজ়ে সম্ভব্য যান্ত্রিক গোলযোগের আশঙ্কা রয়েছে। ২০২০ সালের ৪ মে থকে ২৭ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে তৈরি হওয়া ১ লাখ ৮১ হাজার ৭৫৪ টি গাড়িকে তালিকাভুক্ত করেছে মারুতি সুজ়ুকি। কোনওরকম দুর্ঘটনা এড়াতে এই গাড়িগুলির সুরক্ষাব্যবস্থা পরীক্ষা করে দেখবে সংস্থা। নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে এই প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। যদি কোনও গাড়ির কোনও যন্ত্রাংশে সমস্যা ধরা পড়ে, তাহলে তা পাল্টে দেওয়া হবে।

মারুতি সুজ়ুকির তরফে জানানো হয়েছে, ক্রেতাদের স্বার্থের কথা মাথায় রেখে, ওই সময়ের মধ্যে তৈরি হওয়া গাড়িগুলিকে ওয়ার্কশপে এনে মোটর জেনারেটর ইউনিট পরীক্ষা করে দেখা হবে। যদি কোনও সমস্যা ধরা পড়ে, তাহলে বিনা খরচে তা বদলে দেওয়া হবে। যে যে গাড়ি ওই সময়ের মধ্যে তৈরি হয়েছে, সেই গাড়ির মালিকদের কাছে সংস্থার ওয়ার্কশপ থেকে যোগাযোগ করা হবে।

তবে যতদিন পর্যন্ত না যন্ত্রাংশ পরীক্ষা করে দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত সংশ্লিষ্ট গাড়ির মালিকদের জমা জলের উপর দিয়ে গাড়ি না চালানোর জন্য অনুরোধ করেছে মারুতি সুজ়ুকি কর্তৃপক্ষ। গাড়ির ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক যন্ত্রাংশে সরাসরি জল স্প্রে না করার জন্যও বলা হয়েছে।

কিন্তু সংশ্লিষ্ট গাড়ির মালিক কীভাবে বুঝবেন তার গাড়ির কোনও সমস্যা রয়েছে কি না ? তার জন্যও ব্যবস্থা রয়েছে। আর্টিগা এবং ভিটারা ব্রেজা যাঁদের আছে, তাঁরা www.marutisuzuki.com ওয়েবসাইটে গিয়ে ইম্পরট্যান্ট কাস্টমার ইনফো সেকশনে গিয়ে গাড়ির চ্যাসিস নম্বর দিলেই দেখিয়ে দেবে ওই গাড়িতে কোনও সমস্যা রয়েছে কি না। আর যাঁদের এস-ক্রস, এক্সএল৬ ও সিয়াজ় রয়েছে, তাঁরা www.nexaexperience.com ওয়েবসাইটে গিয়ে একইভাবে চ্যাসিস নম্বর দিয়ে নিজেদের গাড়ি স্বাস্থ্য জেনে নিতে পারবেন।

উল্লেখ্য, মারুতি সুজ়ুকির তৈরি সুইফট সম্প্রতি নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম (NCAP)-র ক্র্যাশ টেস্টে ডাহা ফেল করেছে। গাড়িতে দু’টি এয়ার ব্যাগ থাকার পরেও সুরক্ষা ব্যবস্থায় শূন্য পেয়েছে।

গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি বাজারে গাড়ি ছেড়ে দেওয়ার পর এর আগেও একাধিকবার এমন সমস্যা ধরা পড়েছিল। গতবছরেও মারুতি সুজ়ুকি তাদের ১ লাখ ৩০ হাজারেরও বেশি গাড়ি পরীক্ষা করানোর জন্য ডেকেছিল। এছাড়া অতীতে ভক্সওয়াগেন, হন্ডা, ফোর্ডেরও একইরকম সমস্যা তৈরি হয়েছিল।

তবে আগে এই ধরনের পরীক্ষা গাড়ি প্রস্তুতকারী সংস্থা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে করাত। কিন্তু এখন কেন্দ্রের থেকে কড়াভাবে বলে দেওয়া হয়েছে, যদি কোনও গাড়ি প্রস্তুতকারী সংস্থার পণ্য বাজারে চলে আসার পর এই ধরনের কোনও সমস্যা ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট সংস্থাকে আগেভাগে তা পরীক্ষা করানোর ব্যবস্থা করতে হবে। অন্যথায় সংস্থার জরিমানাও হতে পারে। আরও পড়ুন : PF: কর ফাঁকি রুখতে বড় সিদ্ধান্ত, এই তারিখ থেকে ভাগ হয়ে যাবে পিএফ অ্যাকাউন্ট! বিস্তারিত জানুন…

Next Article