Medicine Price: প্যারাসিটামল থেকে অ্যাজিথ্রোমাইসিন, ৯০০ ওষুধের দাম বাড়ল, কত হবে স্টেন্টের দাম

Apr 01, 2025 | 6:17 AM

Medicine Price: সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় একাধিক ওষুধের দামও বেড়েছে বলে জানা যাচ্ছে। তালিকায় রয়েছে সংক্রমণ, ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ একাধিক রোগের ওষুধ। প্রায় ১.৭৪ শতাংশ করে মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে।

Medicine Price: প্যারাসিটামল থেকে অ্যাজিথ্রোমাইসিন, ৯০০ ওষুধের দাম বাড়ল, কত হবে স্টেন্টের দাম
Image Credit source: Getty Image

Follow Us

নয়া দিল্লি: আজ, ১ এপ্রিল থেকে দাম বাড়ছে শতাধিক ওষুধের। প্রত্যেক অর্থবর্ষেই নতুন দাম নির্ধারণ করে সরকার। আগের বছরের ‘হোলসেল প্রাইস ইনডেক্স’-এর উপর ভিত্তি করে দাম পরিবর্তন করে কেন্দ্রীয় সরকার। এবারও নতুন দাম ধার্য করেছে ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (NPPA)। একসঙ্গে প্রায় ৯০০টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে।

সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় একাধিক ওষুধের দামও বেড়েছে বলে জানা যাচ্ছে। তালিকায় রয়েছে সংক্রমণ, ডায়াবেটিস, হার্টের সমস্যা সহ একাধিক রোগের ওষুধ। প্রায় ১.৭৪ শতাংশ করে মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানা গিয়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী, এবার থেকে অ্যান্টিবায়োটিক ‘অ্যাজিথ্রোমাইসিন’-এর ২৫০ মিলিগ্রামের প্রতিটি ট্যাবলেটের দাম হবে ১১টাকা ৮৭ পয়সা, ৫০০ মিলিগ্রামের ট্যাবলেটের দাম হবে ২৩ টাকা ৯৮ পয়সা। ‘অ্যাসিক্লোভির’-এর মতো অ্য়ান্টিভাইরাল ওষুধের প্রতি ২০০ এমজি ট্যাবলেটের দাম হবে ৭ টাকা ৭৪ পয়সা আর ৪০০ এমজির ট্যাবলেটের দাম হবে ১৩ টাকা ৯০ পয়সা। দাম বাড়ছে পেনকিলারেরও। ২.০৯ টাকায় বিক্রি হবে ‘ডিক্লোফেনাক’।

ভারতে জরুরি বা এসেনশিয়াল বলে যেসব ওষুধকে চিহ্নিত করা হয়, সেগুলির দামো বাড়ছে। সেই তালিকায় রয়েছে অ্যানাস্থেশিয়া, অ্য়ান্টি অ্যালার্জি, নার্ভের ওষুধ, হার্টের সমস্যার ওষুধ, কান-নাক ও গলার চিকিৎসার ওষুধ। তালিকায় আছে প্যারাসিটামলও।

দাম বাড়ছে হার্টে বসানোর স্টেন্টেরও। যে সংস্থাগুলি স্টেন্ট তৈরি করে, তারা ১.৭৪ শতাংশ দাম বাড়িয়ে বিক্রি করতে পারে বলে জানিয়েছে NPPA। বেয়ার-মেটাল স্টেন্টের দাম হবে ১০,৬৯২.৬৯ টাকা আর বায়োডিগ্রেডেবল স্টেন্টের দাম হবে ৩৮,৯৩৩.১৪ টাকা।

Next Article