Indian Railway: পকেটে ৩,৯৯৯ টাকা রয়েছে? চাকরির পাশেই ভারতীয় রেলের সঙ্গে শুরু করতে পারেন এই ব্যবসা, আয়ও মন্দ নয়

Avra Chattopadhyay |

Mar 31, 2025 | 10:42 PM

Indian Railway: যদি প্রতি মুহূর্তে ব্যবসা করার স্বপ্ন দেখেন, কিন্তু পুঁজির কারণে বারবার পিছিয়ে যেতে হয়। তবে এবার সেই স্বপ্নপূরণ হতে পারে রেলের হাত ধরে। জানুন কীভাবে...

Indian Railway: পকেটে ৩,৯৯৯ টাকা রয়েছে? চাকরির পাশেই ভারতীয় রেলের সঙ্গে শুরু করতে পারেন এই ব্যবসা, আয়ও মন্দ নয়
প্রতীকী ছবি
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: রেলের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করতে চান? শুনতে অবাক করা লাগলেও, এটা কিন্তু সম্ভব। যদি প্রতি মুহূর্তে ব্যবসা করার স্বপ্ন দেখেন, কিন্তু পুঁজির কারণে বারবার পিছিয়ে যেতে হয়। তবে এবার সেই স্বপ্নপূরণ হতে পারে রেলের হাত ধরে।

কত টাকা লাগবে রেলের ব্যবসায়ীক অংশীদার হতে?

একটি প্রতিবেদন অনুযায়ী, রেলের মাধ্যমে ব্যবসা শুরু করতে প্রয়োজন মাত্র ৩ হাজার ৯৯৯ টাকা। এই কটা টাকা দিয়েই রেলের সঙ্গে হাত মিলিয়ে যে কেউ শুরু করে দিতে পারবে নিজের স্বপ্নের ব্যবসা।

কী এই ব্যবসা?

জানা গিয়েছে, সরাসরি রেল নয়। বরং তাদের সঙ্গে ব্যবসায়ীক ভাবে যুক্ত সংস্থা IRCTC-এর সঙ্গে হাত মিলিয়েই এই নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনি। সব থেকে আকর্ষণীয় বিষয়, এই ব্যবসার জন্য কিন্তু আপনাকে কোনও দোকান-ঘর ভাড়া না নিলেও চলবে। নিজের বাড়িতে বসে, এমনকি যদি চাকরি করেন, তবে সেই কাজ করতে করতেই এই ব্যবসা করতে পারবেন।

কাজটা ঠিক কী?

এই ৩ হাজার ৯৯৯ টাকা বিনিয়োগ করে আপনি হয়ে উঠবেন IRCTC-এর টিকিট এজেন্ট। ঠিক যেমন ভাবে কাউন্টারে বসে একজন প্রতিটি যাত্রীকে টিকিট বিক্রি করে থাকেন। ঠিক তেমন ভাবেই আপনিও নিজের বাড়িতে বসেই টিকিট বিক্রির ব্যবসা খুলে ফেলতে পারবেন। আর আয় করতে পারবেন
মোটা টাকা।

কীভাবে আয় হবে?

যত টিকিট কাটাতে পারবেন, ততই আয়। তবে প্রতিটি টিকিটে IRCTC-কেও দিতে হবে কিছুটা টাকা। সংস্থা সূত্রে খবর, যদি মাসে ১০০টি টিকিট বিক্রি করেন। তবে প্রতি টিকিটের ভিত্তিতে দিতে হবে ১০ টাকা। যদি ১০০-এর অধিক টিকিট বিক্রি হয়। সেক্ষেত্রে প্রতি টিকিটে দিতে হবে ৮ টাকা। টিকিটের সংখ্যা যদি এক মাসে ৩০০-এরও বেশি হয়, সেক্ষেত্রে দিতে হবে ৫ টাকা করে।

এর পরিবর্তে মিলবে বাড়তি কিছু সুবিধা ও কমিশন। যেমন, ১৫ মিনিটেই হাতে তৎকাল টিকিট পাওয়ার মতো বিশেষ পরিষেবা একজন এজেন্টকে দিয়ে থাকে IRCTC। যার মাধ্যমে খুব সহজেই বাড়তি আয় করে নিতে পারে এই এজেন্টরা। এছাড়াও কমিশন তো থাকছেই।

জানা গিয়েছে, নন-এসি টিকিটে থাকবে ২০ টাকা কমিশন। এসি টিকিট কাটলে মিলবে ৪০ টাকা কমিশন। পাশাপাশি, যে কোনও টিকিটের উপরেই থাকবে ১ শতাংশ করে কমিশন। তাই যত টিকিট, ততই টাকা।

Next Article