নয়া দিল্লি: তেল উত্তোলনের জন্য মাটি খননের বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। মেঘা ইঞ্জিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্টাকচার লিমিটেড রাজমুন্দ্রি অ্যাসেটের ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন বা ওএনজিসির হাতে বিশ্বের সর্বাধিক ক্ষমতা সম্পন্ন ২ হাজাক হর্সপাওয়ারের বিশেষ যন্ত্র তুলে দিচ্ছে বলেই জানা গিয়েছে। পূর্ব ও পশ্চিম গোদাবরী জেলার ভিমাভরমের রাজামুন্দ্রিতে তেল ও গ্যাসে সংক্রান্ত বিশেষ কাজ করে ওএনজিসি। এই প্রথম স্বদেশীয় পদ্ধতিতে তৈরি ও বিশেষ প্রযুক্তি ব্যবহার করে এই বিশেষ তেল উত্তোলক রিগটি তৈরি করা হয়েছে। এই নতুন তেল উত্তোলক রিগটির আগের ৩ হাজার হর্সপাওয়ার সম্পন্ন রিগটির সমান কর্মক্ষমতা সম্পন্ন। জানা গিয়েছে এই রিগটি প্রায় ৬ কিলোমিটার অবধি খননের কাজ করতে পারে। এখনও অবধি এমইআইল কেন্দ্রীয় সংস্থাটিকে এই ধরনের ১০ টি রিগ সরবরাহ করেছে। ওএনজিসি ইতিমধ্যেই ৩ টি রিগ ব্যবহার করছে। বাকি ৭ টি রিগ বসানোর প্রক্রিয়া এখনও চলছে। সংস্থা সূত্রে খবর, আগমী ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যেই ওই রিগগুলি ব্যবহার করা সম্ভব হবে।
এখনও অবধি মেঘা ইঞ্জিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্টাকচার লিমিটেড নামের সংস্থাটি মেহসনা, আহমেদাবাদ, অঙ্কলেশ্বর, আগরতলা ও শিবসাগরের ওএনজিসি ক্ষেত্রে পাঁচটি উচ্চ ক্ষমতা সম্পন্ন এই রিগ সরবরাহ করেছে। এই পাঁচটি রিগই ব্যবহার হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। দ্বিতীয় ধাপের ৫ টি রিগ এখনও নির্মীয়মাণ। ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারংবার দেশকে আত্মনির্ভর বানানোর কথা বলেছেন। আর সেই স্বপ্নেরই একটি বড় অংশ হল মেক ইন ইন্ডিয়া পণ্য। ২০১৯ সালে মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্টাকচারের সঙ্গে ওএনজিসির চুক্তি হয়।৬ হাজার কোটি টাকার বিনিময়ে ৪৭টি রিগ সরবরাহ করার বরাত দেওয়া হয় ওই সংস্থাকে। এরমধ্যে ২০টি ওয়ার্কওভার রিগ ও ২৭টি ল্যান্ড ড্রিলিং রিগ সরবরাহ করা হবে। এতে দেশের প্রায় ১৯০০ কোটি টাকা সাশ্রয় হবে।
কেন্দ্রীয় সংস্থাকে দেওয়া প্রতিশ্রতি অনুযীয় করোনা কালেও অত্যাধিক পরিশ্রম এবং কাজ শেষ করার তাগিদে সময়েই কেন্দ্রীয় সংস্থাকে রিগগুলি সরবরাহ করা গিয়েছে বলেই জানিয়েছেন সংস্থা। এই প্রসঙ্গে ইঞ্জিনিয়ারিং সংস্থার রিগ প্রজেক্টের টেকনিক্যাল হেড কে. সত্যনারায়নণ জানিয়েছেন, “যেহেতু করোনা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে তাই আমার উৎপাদনে অনেক বেশি জোর দিচ্ছি এবং আমাদের লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যেই এই কাজ শেষ করা। এমইআইল শক্তিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই রিগগুলি তৈরিতে বিশ্বের সবথেকে অত্যাধুনিক হাইড্রোলিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।”