Microsoft: এক টাকাও মাইনে বাড়বে না, কর্মীদের দুঃসংবাদ শোনাল এই বড় প্রযুক্তি সংস্থা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

May 11, 2023 | 1:06 PM

Salary Hike Cancel: সংস্থার সিইও সত্য নাদেলা একটি অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছেন, চলতি অর্থবর্ষে স্থায়ী কর্মীদের আর বেতন বৃদ্ধি করা হবে না। অর্থাৎ মার্চ মাসের শেষে যে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দেওয়া হয়, তা আর দেবে না সংস্থা।

Microsoft: এক টাকাও মাইনে বাড়বে না, কর্মীদের দুঃসংবাদ শোনাল এই বড় প্রযুক্তি সংস্থা
মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা।

Follow Us

সান ফ্রান্সিসকো: মাইক্রোসফ্ট (Microsoft) সংস্থার কর্মীদের জন্য দুঃসংবাদ। নতুন অর্থবর্ষে স্থায়ী বেতনভুক্ত কর্মীদের আর বেতন (Salary Hike Cancel) বাড়বে না। সংস্থার তরফে বাজেটে কাটছাঁট করার পরই এ বছর বেতন না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, মাইক্রোসফ্টের সিইও সত্য নাদেলা (Satya Nadella) সংস্থার অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছেন যে এ বছরে আর বেতন বাড়ানো হবে না। সূত্রের খবর, গত অর্থবর্ষের শেষ অবধিও কর্মীদের বেতন বৃদ্ধির কথা থাকলেও, সম্প্রতিই সংস্থার বাজেটে বড় পরিবর্তন আনা হয়। এরপরই কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করে দেওয়া হয়

করোনাকালের পর আর্থিক মন্দার কারণে বিশ্বের একাধিক বড় বড় প্রযুক্তি সংস্থাই তাদের কর্মী সংখ্যায় কাটছাঁট করেছিল। মাইক্রোসফ্ট সংস্থাও তার ব্যতিক্রম হয়নি। সম্প্রতিই মাইক্রোসফ্ট সংস্থার তরফে জানানো হয়েছিল, অস্থির অর্থনৈতিক পরিস্থিতিতে সংস্থার তরফে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় ১০ হাজার কর্মী ছাঁটাই করার ঘোষণা করা হয় সেই সময়। এবার সংস্থার খরচ কমাতে আরও এক ধাপ কঠোর পদক্ষেপ করল মাইক্রোসফ্ট।

সূত্রের খবর, সংস্থার সিইও সত্য নাদেলা একটি অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের জানিয়েছেন, চলতি অর্থবর্ষে স্থায়ী কর্মীদের আর বেতন বৃদ্ধি করা হবে না। অর্থাৎ মার্চ মাসের শেষে যে বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্ট দেওয়া হয়, তা আর দেবে না সংস্থা। স্থায়ী কর্মীদের পুরনো বেতনেই কাজ করতে হবে। তবে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে কী নিয়ম অনুসরণ করা হবে, সে সম্পর্কে কিছু জানা যায়নি।

একইসঙ্গে কর্মীদের বোনাস দেওয়ার জন্য যে বাজেট বরাদ্দ থাকে, তাতেও কাটছাঁট করা হয়েছে বলে জানা গিয়েছে।

অভ্যন্তরীণ ইমেইলে সত্য নাদেলা বলেছেন, “গত বছর প্রতিকূল মার্কেট পরিস্থিতি সত্ত্বেও আমাদের সংস্থা উল্লেখযোগ্য বিনিয়োগ করেছিল। বৈশ্বিক বাজেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছিল… কিন্তু এই বছর বিভিন্ন দিক থেকেই আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।”

অস্থির অর্থনীতিতে সংস্থার আর্থিক বৃদ্ধি ধীরগতিতে হওয়ায় কর্মী ছাঁটাই থেকে শুরু করে বাজেটে কাটছাঁট, যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। অন্য়দিকে, কর্মী সংখ্যা কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই জোর দিতে চলেছে মাইক্রোসফ্ট। সংস্থার তরফে জানানো হয়েছে, চ্যাটজিপিটির প্রস্তুতকারক সংস্থা ওপেন এআই-র সঙ্গে সহযোগিতায় অফিসের কাজকর্ম থেকে শুরু করে উৎপাদন এবং তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন বিং-এও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হচ্ছে।

Next Article