Mobile Phone Services: এপ্রিলেই আপনার মোবাইলের এই পরিষেবাটি বন্ধ হয়ে যাবে, জেনে নিন

Sukla Bhattacharjee |

Mar 30, 2024 | 7:32 AM

USSD Services: মোবাইল গ্রাহকেরা তাঁদের ফোনের স্ক্রিনে যে কোনও সক্রিয় কোড ডায়াল করে USSD পরিষেবা ব্যবহার করেন। এই পরিষেবাটি প্রায়শই মোবাইল ফোনে আইএমইআই নম্বর এবং অবশিষ্ট ব্যালেন্স ইত্যাদি তথ্য খুঁজে বের করতে ব্যবহৃত হয়।

Mobile Phone Services: এপ্রিলেই আপনার মোবাইলের এই পরিষেবাটি বন্ধ হয়ে যাবে, জেনে নিন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: আজকাল অধিকাংশ লোকই স্মার্ট ফোন ব্যবহার করেন। আপনি যদি 2G, 3G, 4G বা 5G ফোন ব্যবহার করেন, তাহলে এই খবরটি জানা জরুরি। আগামী ১৫ এপ্রিল থেকে একটি বড় পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে। টেলিযোগাযোগ বিভাগ টেলিকম কোম্পানিগুলিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পরিষেবা বন্ধ রাখতে বলেছে। পুরো বিষয়টি কি জেনে নিন

অনেকেই ফোনে *121# বা *#99# এর মতো USSD পরিষেবা ব্যবহার করেন। এই পরিষেবাটি বন্ধ হতে চলেছে। টেলিকম বিভাগ এই ধরনের পরিষেবা নিষিদ্ধ হতে চলেছে।

 

USSD কল ফরওয়ার্ডিং করতে পারবে না

টেলিকমিউনিকেশন বিভাগ (DoT) টেলিকম সংস্থাগুলিকে ১৫ এপ্রিল থেকে USSD-ভিত্তিক কল ফরওয়ার্ডিং বন্ধ করার নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এটি বন্ধ থাকবে। যদিও গ্রাহকদের কল ফরওয়ার্ড করার বিকল্প দেওয়া যেতে পারে।

মোবাইল গ্রাহকেরা তাঁদের ফোনের স্ক্রিনে যে কোনও সক্রিয় কোড ডায়াল করে USSD পরিষেবা ব্যবহার করেন। এই পরিষেবাটি প্রায়শই মোবাইল ফোনে আইএমইআই নম্বর এবং অবশিষ্ট ব্যালেন্স ইত্যাদি তথ্য খুঁজে বের করতে ব্যবহৃত হয়।

প্রতারণা ও সাইবার অপরাধ বন্ধের প্রচেষ্টা

মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা ও অনলাইন অপরাধ দমনে এই নির্দেশ জারি করেছে ডট। টেলি কমিউনিকেশন বিভাগ গত ২৮ মার্চ একটি নির্দেশিকায় জানিয়েছে যে, SSSD (আনস্ট্রাকচার্ড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা) ভিত্তিক কল ফরওয়ার্ডিং সুবিধা কিছু অনুপযুক্ত উদ্দেশ্যে অপব্যবহার করা হচ্ছে বলে তাদের নজরে এসেছে। তাই ১৫ এপ্রিল, ২০২৪ থেকে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত USSD-ভিত্তিক কল ফরওয়ার্ডিং পরিষেবাগুলি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে যে, যাঁরা USSD-ভিত্তিক কল ফরওয়ার্ডিং ব্যবহার করেন, তাঁদের বিকল্প পদ্ধতির মাধ্যমে কল ফরওয়ার্ডিং পরিষেবা দেওয়া উচিত।

Next Article