AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mobile Recharge: কত টাকার রিচার্জ করেন? এবার বাড়ছে দাম, কত খরচ হবে জানুন

Telecom Expense: সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোবাইল রিচার্জের দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হল ব্যবহারকারী পিছু আয় বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে টেলিকম কোম্পানিগুলোর গ্রাহক প্রতি গড় আয় বেশ কম।

Mobile Recharge: কত টাকার রিচার্জ করেন? এবার বাড়ছে দাম, কত খরচ হবে জানুন
প্রতীকী ছবি
Follow Us:
| Updated on: May 16, 2024 | 8:05 PM

নয়া দিল্লি: শুল্ক বাড়তে পারে মোবাইলের। সেই প্রস্তুতি নিচ্ছে টেলিকম সংস্থাগুলি। সূত্রের খবর বৃদ্ধি হতে পারে ২৫ শতাংশ পর্যন্ত। ব্রোকারেজ ফার্ম অ্যাক্সিস ক্যাপিটালের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে সংস্থাগুলি 5G-তে বিপুল বিনিয়োগ করেছে। এমন পরিস্থিতিতে তারা এখন লাভের দিকে তাকিয়ে আছে। এমতাবস্থায় মোবাইল অপারেটররা প্রায় ২৫ শতাংশ শুল্ক বাড়াতে পারে। তথ্য অনুযায়ী, শহর ও গ্রামীণ উভয় ক্ষেত্রেই এই বৃদ্ধি হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পোস্টপেইড এবং প্রিপেইড উভয় প্ল্যানই আগের থেকে বেশি ব্যয়বহুল হতে পারে। খরচ বাড়তে পারে ইন্টারনেট পরিষেবারও।

সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মোবাইল রিচার্জের দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হল ব্যবহারকারী পিছু আয় বৃদ্ধি। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে টেলিকম কোম্পানিগুলোর গ্রাহক প্রতি গড় আয় বেশ কম। অর্থাৎ প্রত্যেক গ্রাহকের জন্য মোবাইল কোম্পানিগুলো যত খরচ করছে, তারা তেমন আয় করতে পারছে না। এই কারণে, টেলিকম সংস্থাগুলি তাদের শুল্ক পরিকল্পনা ২৫ শতাংশ বৃদ্ধি করতে পারে।

এখন সবচেয়ে বড় প্রশ্ন হল শুল্ক ২৫ শতাংশ বাড়ানো হলে সাধারণ মানুষের পকেটে কতটা প্রভাব পড়তে পারে। হিসেব বলছে, যদি প্রতি মাসে ২০০ টাকা রিচার্জ করেন, তাহলে তার ওপর এবার থেকে ৫০ টাকা বৃদ্ধি পাবে। এর মানে হল যে ২০০ টাকার একটি ট্যারিফ প্ল্যান বেড়ে হবে ২৫০ টাকা। অন্যদিকে, আপনি যদি ৫০০ টাকার রিচার্জ করেন তবে তা ২৫ শতাংশ বেড়ে হতে পারে ১২৫ টাকা।